দাকোপে প্রশাসনের টহল এবং খাদ্য সহায়তা অব্যহত

প্রকাশঃ ২০২১-০৭-০৪ - ১৯:০৮

দাকোপ প্রতিনিধি : লকডাউনের চতুুর্থ দিনে দাকোপে উপজেলা নির্বাহী কর্মকর্তা নেতৃত্বে যৌথ বাহিনীর টহল এবং খাদ্য সামগ্রী বিতরন অব্যহত ছিল। প্রশাসনের তৎপরতায় সাধারন মানুষ লক ডাউন পালনে ছিল অনেকাংশে দায়িত্বশীল।
রবিবার সকাল থেকে দাকোপ উপজেলা নির্বাাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিন্টু বিশ্বাসের নেতৃত্বে পুলিশ আনসার সিপিপি এবং সেনাবাহিনীর সমন্বয়ে যৌথ বাহিনীর ব্যাপক তৎপরতা লক্ষ্য করা গেছে। তারা চালনা পৌর সদরসহ পোদ্দারগঞ্জ বাজার, বাজুয়া বাজার ও লাউডোপ এলাকায় টহল দেয়। একই সাথে উপজেলা নির্বাহী অফিসার করোনার প্রভাবে খাদ্য সংকটের কথা উল্লেখ করে ৩৩৩ নাম্বারে সহায়তা দাবী করা উপজেলার কৈলাশগজ্ঞ এবং লাউডোপ ইউনিয়নের ২ টি পরিবারে খাদ্য সামগ্রী পৌছে দেন। এ ছাড়া লক ডাউন পালনে টহলদানের সময় বেশ কিছু কর্মহীন অসহায় পরিবারের মাঝে সামগ্রী বিতরন করেন। এ সময় তার সাথে লাউডোপ ইউপি চেয়ারম্যান সরোজিত কুমার রায়, সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ জামাল উদ্দিন, পুলিশ কর্মকর্তা ফারুক হোসেন, সিপিপির উপজেলা প্রধান দেবাশীষ ঢালী, সার্ভেয়ার মাহতাফ হোসাইন, অফিস সহকারী বিকাশ রায় উপস্থিত ছিলেন। অপর দিকে দাকোপ থানার অফিসার ইনচার্জ শেখ সেকেন্দার আলীর নেতৃত্বে থানা পুলিশের একটি টিম উপজেলা সদর এলাকায় লক ডাউনের সমর্থনে মাইকিংসহ টহল দেয়। প্রশাসনের এমন ধারাবাহিক তৎপরতায় দাকোপে লক ডাউনে সাধারন মোটামুুটি স্বাস্থ্য মেনে চলতে দেখা যাাচ্ছে। অপ্রয়োজনে মানুষের রাস্তায় বের হওয়ার প্রবনতা অনেকটাই কমে গেছে।