দাকোপে প্রশাসন ও সেনাবাহিনীর ত্রান বিতরণ

প্রকাশঃ ২০২১-০৭-০৮ - ১৭:৫৯

আজগর হোসেন ছাব্বির : দাকোপে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে করোনায় কর্মহীন দুস্থদের মাঝে পৃখকভাবে ত্রান সাামগ্রী বিতরন করা হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১২ টায় দাকোপ উপজেলা পরিষদ মাঠে উপজেলা নির্বাহী অফিসার মিন্টু বিশ্বাস দাকোপ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে চালনা পৌরসভার ১৫০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করেন। একই সময়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলার বানীশান্তা ইউনিয়নে ৩ শ’ কৈলাশগঞ্জে ২ শ’, বাজুুয়ায় ২ শ’, লাউডোপে ১২৫ এবং দাকোপ ইউনিয়নে ১২৫ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করা হয়। এ সময় অন্য্যানের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান সুদেব রায়, মিহির মন্ডল, রঘুনাথ রায়, সরোজিত রায়, বিনয় কৃষ্ণ রায় এবং সংশ্লিষ্ট ইউপি সদস্যবৃন্দ। অপরদিকে নির্বাহী অফিসার মিন্টু বিশ^াস বাংলাদেশ সেনাবাহিনী ৫৫ পদাতিক ডিভিশনের উদ্যোগে দেওয়া ২৫০ দুস্থ পরিবারে ত্রান বিতরনের উদ্বোধন করেন। এ সময় সেনাবাহিনীর লেফট্যানেন্ট মোঃ মুরসালিন, সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ জামাল উপস্থিত ছিলেন। সেনাবাহিনীর পক্ষ থেকে চালনা পৌরসভার ২৫০ পরিবারে পরিবার প্রতি পাঁচ কেজি চাল, দুই কেজি মুসরির ডাল, তিন কেজি আলু, দুই লিটার তৈল, এক কেজি লবণ ও দুই কেজি চিনি বিতরন করা হয়। বাংলাদেশ সেনাবাহিনী করোনা মহামারীর এই ক্রান্তিকালে সরকারি নির্দেশ বাস্তবায়নের লক্ষ্যে সেনাবাহিনী প্রধানের নির্দেশনায় অসামরিক প্রশাসনকে সহায়তা দিয়ে যাচ্ছে। পাশাপাশি সেনাবাহিনীর নিজস্ব তহবিল থেকে দরিদ্র জনগোষ্টির মাঝে খাবার, জরুরী চিকিৎসাসেবা ও বিশুদ্ধ পানি সরবরাহসহ মানবিক সেবা দিয়ে যাচ্ছে।