দাকোপে প্রসপারিটি প্রকল্পের অবহিত করন সভা অনুষ্ঠিত

প্রকাশঃ ২০২১-০১-২৮ - ১৮:১১

দাকোপ প্রতিনিধি : দাকোপে পাথওয়েজ টু প্রসপারিটি ফর এক্সট্রিমলি পুওর পিপল (পিপিইপিপি)’র প্রকল্প অবহিত করন সভা অনুষ্ঠিত হয়েছে।
পিকেএসএফ’র সহযোগীতায় অতিদরিদ্র জনগোষ্টির টেকসই উন্নয়ন, অভিযোজন সক্ষমতা বৃদ্ধি, সমন্বিত বাজার ব্যবস্থা নিশ্চিত করার লক্ষে হীড বাংলাদেশ এবং আদদ্বীন ওয়েল ফেয়ার যৌথভাবে দাকোপের ৬ টি ইউনিয়নে প্রকল্পটি বাস্তবায়ন করছে। বৃহস্পবিার বেলা ২ টায় দাকোপ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে হীড বাংলাদেশের নির্বাহী পরিচালক আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী অফিসার মিন্টু বিশ্বাস। হীড বাংলাদেশ’র মাইক্রোফাইন্যান্স এন্ড প্রসপারিটি প্রকল্পের সমন্বয়কারী অদ্বৈত কুমার বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন আদদ্বীন ওয়েল ফেয়ারের প্রকল্প সমন্বয়কারী অনুপ কুমার দে। অন্যান্যের মধ্যে আলোচনা করেন সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান এ্যাডঃ সুভদ্রা সরকার, দাকোপ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোজাম্মেল হক নিজামী, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ পরিতোষ রায়, সিনিয়র মৎস্য কর্মকর্তা সেলিম সুলতান, যুব উন্নয়ন কর্মকর্তা সেখ মাহবুব রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা সুরাইয়া সিদ্দিকা, সমাজসেবা কর্মকর্তা প্রবীর রায়, শিক্ষা কর্মকর্তা অহিদুল ইসলাম, পরিসংখ্যান কর্মকর্তা গোষ্ট কুমার দাস, চালনা এম এম কলেজ অধ্যক্ষ অসীম কুমার থান্দার, দাকোপ প্রেসক্লাব সভাপতি শচীন্দ্রনাথ মন্ডল, ধর্মীয়নেতা হাফেজ শাহালম মীর, গৌতম রায়, বিভিন্ন এনজিও প্রতিনিধি, প্রকল্পের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ। স্থানীয় সেবাদানকারী সরকারী বেসরকারী প্রতিষ্ঠানকে কর্মসূচীর লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে অবহিত করা এবং সম্পদের সুষ্ঠ ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে এই অবহিত করন সভাটি অনুষ্ঠিত হয়।