দাকোপে প্রাণীসম্পদ সেবাদানে অ্যাপ ব্যবহার বিষয়ক প্রশিক্ষন

প্রকাশঃ ২০২৩-০৪-১০ - ১৭:০৬

দাকোপ প্রতিনিধি : দাকোপে বেসরকারী উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশনের নবযাত্রা টু প্রকল্পের উদ্যোগে প্রাণী সম্পদের সেবা দানে সুদক্ষ অ্যাপ ব্যবহার বিষয়ক প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বেলা ১১ টায় দাকোপ উপজেলা সদর চালনায় নবযাত্রা ফিল্ড অফিসের সম্মেলন কক্ষে এম পাওয়ার সোশ্যাল এন্টারপ্রাইজ লিঃ এর সহযোগীতায় অনুষ্ঠিত প্রশিক্ষনে প্রধান অতিথি হিসাবে বক্তৃতা করেন নবযাত্রা টু প্রকল্পের ম্যানেজার আজিজুল হক। এ ছাড়া নবযাত্রা টু প্রকল্পের লুবনা ইয়াসমিন, শিল্পী রায়, প্রশিক্ষন সহায়তায় এম পাওয়ারের রিজওনাল কো-অর্ডিনেটর শাহিন মাহমুদ, ফিল্ড কো-অর্ডিনেটর জি এম মনিরুজ্জামান আলোচনা করেন। প্রশিক্ষনে অংশ গ্রহন কারীদের মধ্যে অমিত কুমার মন্ডল, জয় সরকার, বিভাষ মন্ডল, জগবন্ধু রায়, শারমিন বেগম, কীর্তি রায়, দেবী হালদার, বেলাল হোসেন, মলয় সানা, গোপাল গাইন, নেহাল মন্ডল, উদয় সরদার, সেলিম শেখ ও টগর রায় আলোচনা করেন।