দাকোপে বর্ণাঢ্য আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে পালিত

প্রকাশঃ ২০১৭-১০-২৮ - ১৯:২২

দাকোপ প্রতিনিধি : “জঙ্গী মাদক প্রতিকারে জনতা পুলিশ এক কাতারে”এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে দাকোপে নানা আয়োজনে কমিউনিটি পুলিশং ডে ২০১৭ পালিত হয়েছে।
দাকোপ থানার আয়োজনে শনিবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ থেকে এক বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে চালনা পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর উপজেলা পরিষদ মিলনায়তনে দাকোপ উপজেলার পুলিশং কমিটির সভাপতি ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান বিনয় কৃষ্ণ রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন দাকোপ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব শেখ আবুল হোসেন। অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন দাকোপ থানার অফিসার ইনচার্জ শাহাবুদ্দিন চৌধুরী। বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী অফিসার মারুফুল আলম, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান গৌরপদ বাছাড়, ইউপি চেয়ারম্যান রঘুনাথ রায়, ইউপি চেয়ারম্যান শেখ আব্দুল কাদের, ইউপি চেয়ারম্যান রনজিৎ কুমার মন্ডল, ইউপি চেয়ারম্যান পঞ্চানন মন্ডল, ইউপি চেয়ারম্যান মিহির কুমার মন্ডল, ইউপি চেয়ারম্যান মাসুম আলী ফকির, জেলা পরিষদ সদস্য কে এম কবির হোসেন, চালনা পৌরসভা পলিশিং কমিটির সভাপতি এবিএম রুহুল আমীন, চালনা পৌরসভার প্যানেল মেয়র আব্দুর গফুর সানা, কাউন্সিলর সুধীন্দ্র নাথ বিশ্বাস মাখন, কাউন্সিলর রোস্তম আলী খান, কাউন্সিলর রবীন্দ্র নাথ সরদার, কাউন্সিলর দেবাশিষ ঢালী, চালনা পৌর পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক গোবিন্দ বিশ্বাস, দাকোপ প্রেসকাবের সভাপতি শচীন্দ্র নাথ মন্ডল, এস আই মাসুদ আহম্মেদ, এস আই সাকিব আল হাসান, এস আই আব্দুর সবুর, এ এস আই হাফিজুর রহমান প্রমুখ।