দাকোপ প্রতিনিধি : দাকোপে জাতীয় বাল্য বিবাহ নিরোধ ও জাতীয় কন্যা শিশু দিবস পালনে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলা সদর চালনা ডাকবাংলার মোড়ে অনুষ্ঠিত মানববন্ধন ও সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল ওয়াদুদ।
দাকোপ উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুরাইয়া সিদ্দিকা। বক্তৃতা করেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান এ্যাডঃ সুভদ্রা সরকার, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জয়দেব কুমার পাল, মাধ্যমিক কর্মকর্তা সোহেল হোসেন, পরিসংখ্যান কর্মকর্তা গোষ্ট বিহারী, সমবায় কর্মকর্তা গৌরহরি মল্লিক, এনজিও উলাসীর নজরুল ইসলাম, নবযাত্রা প্রকল্পের আকবর হোসেন, খান তাওয়াবুর রহমান, শিক্ষক মোস্তফা কামালসহ স্বেচ্ছাসেবী সংস্থা, নারী সংগঠন ও স্কুল কলেজের শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠানে সহযোগীতা করেন বেসরকারী সংস্থা নবযাত্রা প্রকল্প ও উলাসী সৃজনী সংঘ।