অগনতান্ত্রীক শাসনের পরিবর্তন ঘটাতে বেগম খালেদা জিয়ার মুক্তির কোন বিকল্প নেই
দাকোপ প্রতিনিধিঃ বর্তমান সরকার মানুষের ভোটাধীকার হরন করে স্বৈরতান্ত্রীক শাসন ব্যবস্থা কায়েম করেছে। ধারাবাহিকভাবে গুম খুনের রাজনীতি চালু করেছে। সিলেটসহ দেশের বৃহৎ এলাকার মানুষ আজ ভয়াবহ বন্যায় দিশেহারা। কিন্তু সরকারের সেদিকে কোন নজর নেই। এই অগনতান্ত্রীক শাসন ব্যবস্থার পরিবর্তন ঘটাতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির কোন বিকল্প নেই। মানুষের ভোটাধীকার প্রতিষ্ঠা এবং দেশনেত্রীর মুক্তির আন্দোলন বেগবান করতে সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হতে হবে।
রবিবার সকালে দাকোপে উপজেলা ও চালনা পৌরসভা বিএনপির যৌথ কর্মি সভায় প্রধান অতিথির বক্তৃতায় খুলনা জেলা বিএনপির সভাপতি আলহাজ¦ আমির এজাজ খান এ কথা বলেন। স্থানীয় দলীয় কার্যালয়ে উপজেলা বিএনপির আহবায়ক অসিত কুমার সাহার সভাপতিত্বে কর্মি সভায় বিশেষ অতিথির বক্তৃতায় খুলনা জেলা বিএনপির সদস্য সচীব মনিরুল হাসান বাপ্পী বলেন, আমাদের এখন একটাই লক্ষ্য দেশনেত্রীর মুক্তি ও জনগনের সরকার প্রতিষ্ঠা। সেই লক্ষ্য অর্জনে শহীদ জিয়ার প্রতিটি সৈনিককে প্রস্তুত থাকতে হবে। সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক শেখ আবু হোসেন বাবু, যুগ্ম আহবায়ক খান জুলফিক্কার আলী জুলু, মোল্যা খায়রুল ইসলাম, কে এম আশরাফুল আলম নান্নু, জেলা স্বেচ্ছাসেবক দলের মোঃ তৈয়েবুর রহমান, জেলা যুবদলের সভাপতি শামিম কবির, এনামুল হক সজল, জি এম রফিকুল হাসান, সুলতান মাহমুদ, এস এম মুর্শিদুর রহমান লিটন, নাজমুস সাকিব পিন্টু, মোঃ আরিফুর রহমান, আতাউর রহমান, শেখ শাকিল আহমেদ দিলু, আব্দুল মান্নান খান, মোজাফ্ফার হোসেন, দীপক কুমার সরদার, আলামিন সানা, শহিদুল ইসলাম, জাহাঙ্গীর আলম গাজী, আব্দুল বারিক গাজী, মেঘনাত সরকার, রহিম তালুকদার, আব্দুর রউফ সরদার, রফিকুল শেখ, মানস গোলদার, হালিম হাওলাদার, মুনসুর মীর, রাজু হাওলাদার, আব্দুল মালেক গাজী, মনিরুল ইসলাম মনি, নুর হোসেন, নুরুল ইসলাম লস্কর, মজিদুল ইসলাম, কাশেম সানা, কামরুজ্জামান, মোয়াজ্জেম হোসেন, আইয়ুব আলী কাজী, মোস্তাক শেখ, মোল্যা আইয়ুব হোসেন, মোঃ শহিদুল ইসলাম, অমল গোলদার, আঃ রাজ্জাক, বদিয়ার শেখ, তারেক গাজী, দেলোয়ার হোসেন, রমজান আলী, রবিউল ইসলাম মনা, শেখ হেলাল কাঞ্চন, শামিম হাসান, তরিকুল ইসলাম নান্নু, আবু তাহের, ইফতেয়ার হোসেন বাপ্পী, প্রসেন রায়, জি এম রুম্মন, আছিফ হোসেন, ইয়াসিন শেখ প্রমুখ।