দাকোপ প্রতিনিধিঃ দাকোপে ব্র্যাক দক্ষতা উন্নয়ন কর্মসূচীর প্রকল্পসমাপনী সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০ টায় উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের সেমিনার কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দাকোপ উপজেলা নির্বাহী অফিসার আসমত হোসেন। সভার শুরুতে স্বাগত বক্তৃতা করেন ব্র্যাক জেলা সমন্বয়ক মোঃ শফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা প্রজিত রায়, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আমজাদ হোসেন, উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রতিনিধি হেলাল উদ্দিন। সভায় ব্র্যাক রিজিওনাল ম্যানেজার, জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভারসিটি, বিভিন্ন এনজিও প্রতিনিধি, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, বণিক সমিতির প্রতিনিধি, মিডিয়া পারসন এবং প্রশিক্ষনার্থীরা অংশ গ্রহন করেন। সভাটি সঞ্চালনা করেন ব্র্যাক দক্ষতা উন্নয়ন কর্মসূচীর জেলা ব্যবস্থাপক শেখ সোবহান।
সহযোগীতায় ছিলেন কর্মসূচী সংগঠক দাকোপ মোঃ আনোয়ারুল ইসলাম। প্রধান অতিথি এই কর্মসূচীর মাধ্যমে প্রশিক্ষন গ্রহনকারীরা যেন হারিয়ে না যায় সে জন্য তাদের নিয়মিত ফলোআপের
মাধ্যমে এগিয়ে নেওয়ার আহবান জানান।