দাকোপ প্রতিনিধি : দাকোপে ভূয়া সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি করার সময় চক্রের ৩ সদস্য গ্রেফতার হয়েছে। ভ্রাম্যমান আদালত গ্রেফতারকৃতদের সাজা দিয়ে জেল হাজতে পাঠিয়েছে।
রবিবার দুপুরে উপজেলার কালীনগর এলাকায় সাংবাদিক পরিচয়ে একটি চক্র বাজারের বিভিন্ন দোকানে গিয়ে মালামালের গুনগত মান ঠিক নেই এমন অভিযোগে ব্যবসায়ীদের ভয়ভীতি দেখাতে থাকে। এ সময় তারা নিজেদেরকে সাংবাদিকের পাশাপাশি বিএসটিআই এবং মানবাধিকার কর্মকর্তা হিসাবে পরিচয় দেয়। মূহুর্তের মধ্যে এমন চাঁদাবাজির খবর ছড়িয়ে পড়লে কামারখোলা ইউপি চেয়ারম্যান বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকে জানিয়ে এলাকাবাসীর সহায়তায় তাদেরকে চ্যালেঞ্জ করার উদ্যোগ নেয়। বিষয়টি আঁচ করতে পেরে তারা ওই এলাকা ছেড়ে উপজেলার বাজুয়া এলাকায় যায়। পরবর্তীতে চেয়ারম্যান পঞ্চানন মন্ডল পোদ্দারগঞ্জ খেয়াঘাট এলাকায় ওৎ পেতে থেকে তাদেরকে ধরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্টেট মিন্টু বিশ^াসের আদালতে হস্তান্তর করে। নির্বাহী ম্যাজিষ্টেট তাদের পরিচয় তদন্ত করে ভূয়া প্রমানিত হওয়ায় এবং ব্যবসায়ীদের নিকট থেকে ভয় দেখিয়ে চাঁদাবাজি করায় দঃ বিঃ ১৮৬০ এর ২৯১ ধারায় চক্রের ৩ সদস্যকে ১ মাস করে বিনাশ্রম সাজা দিয়ে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেয়। গ্রেফতারকৃতরা হলেন এস এম মান্নান পিং মৃঃ শেখ ইনতাজ আলী পাওয়ার হাউজ মোড় থানা সোনাডাঙ্গা খুলনা, শেখ রবিউল ইসলাম পিং শেখ আবুল কালাম সাং বাতিখালী পাইকগাছা খুলনা এবং জিএম আবু সাইদ পিং মৃঃ আঃ অহেদ গাজী সাং সবুজপল্লী চালনা দাকোপ খুলনা। এ সময় তাদের নিকট থেকে বিভিন্ন ভূয়া কাগজপত্র এবং প্রশাসনের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের নাম ও মোবাইল নাম্বার উদ্ধার হয়। উল্লেখ্য চক্রের সদস্যরা ইতিপূর্বে সাতক্ষিরা জেলার বিভিন্ন উপজেলা থেকে অনুরুপ চাঁদাবাজি করেছে বলে জিজ্ঞানাবাদে স্বীকার করে।