দাকোপ প্রতিনিধিঃ গাজা সেবনের অপরাধে দাকোপে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আজিজ খাঁ নামে এক ব্যক্তিকে ১ সাজা দেওয়া হয়েছে। ভ্রাম্যমান আদালত সুত্রে জানা যায়, সোমবার দুপুরে উপজেলার বানিশান্তা ইউনিয়নে মাদকদ্রব্য বিরোধী টাস্কফোর্সের যৌথ অভিযান পরিচালিত হয়। এ সময় বানিশান্তা গ্রামের মৃতঃ হোসেন খাঁ এর পুত্র আব্দল আজিজ খাঁ তার বসতবাড়ির খাটের উপর বসে গাজা সেবন করছিলো। এ সময় উপজেলা নির্বাহী অফিসার মিন্টু বিশ্বাসের নেতৃত্বে টাস্কফোর্সের সদস্যরা ২০ গ্রাম গাজাসহ তাকে আটক করে। পরে বিকাল ৫ টায় পরিচালিত ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাকে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড, ৫ হাজার টাকা অর্থদন্ডসহ অনাদায়ী আরো ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর খুলনার উপপরিচালক মিজানুর রহমানসহ পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।