আজগর হোসেন ছাব্বির : দেশের এক তৃতীয়াংশ এলাকা উপকুলিয় অঞ্চল। বিশাল এই এলাকাকে উন্নয়নের বাইরে রেখে দেশ উন্নয়ন সম্ভব না। উপকুলিয় লবনাক্ত এলাকায় ধানসহ রবি ফসলের উৎপাদন সরকার নতুন নতুন পদ্ধতি এবং উন্নত জাতের বীজ আবিস্কার করছে। কৃষকদের মাঝে সার বীজসহ অন্যান্য উপকরন সহজলভ্য করে দিচ্ছে। আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কৃষি বান্ধব শেখ হাসিনা সরকারের দেওয়া সুযোগ কাজে লাগিয়ে দেশকে উন্নত সমৃদ্ধ রাষ্ট্রে পরিনত করতে হবে।
বৃহস্পতিবার বেলা ১১ টায় খুলনার দাকোপ উপজেলার তিলডাঙ্গায় এক দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় কৃষি মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এ কথা বলেন। তিনি আরো বলেন শেখ হাসিনার সরকার দিনরাত কাজ করে দেশকে দূর্ভিক্ষের দেশ থেকে খাদ্য রপ্তানীর দেশে পরিনত করেছে। এই উন্নয়নের বাঁধা যাদের ঘাড়ে আজো পাকিস্থানের ভূত চেপে আছে তাদেরকে হুশিয়ার করে বলতে চাই, আগুন সন্ত্রাসের মাধ্যমে ১৫০ জন মানুষ হত্যা করেছেন সেই দিন ভূলে যেতে হবে। জনগনকে সাথে নিয়ে আমরা সকল সন্ত্রাসের মুল উৎপাটন করে দেশকে এগিয়ে নিয়ে যাবো। উপকুলিয় লবনাক্ত এলাকায় ফসলের নিবিড়তা বৃদ্ধিতে বারির বিভিন্ন রবি ফসলের গভেষনা কার্যক্রমের উপর এই মাঠ দিবস অনুষ্ঠিত হয়। সরেজমিন গভেষনা বিভাগ বাংলাদেশ কৃষি গভেষনা ইনস্টিটিউট এই অনুষ্ঠানের আয়োজন করে। বাংলাদেশ কৃষি গভেষনা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মোঃ আব্দুল ওহাবের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন স্থানীয় সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ পঞ্চানন বিশ্বাস, খুলনা জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আ’লীগের সভাপতি শেখ হারুনুর রশিদ, অষ্ট্রেলিয়া সরকারের প্রতিনিধি ড. এরিক হার্ডনার, কৃষিবিদ হামিদুর রহমান, বাংলাদেশ ধান গভেষনা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মোঃ শাহজাহান কবির, কৃষি গভেষনা ইনস্টিটিউটের পরিচালক ড. চন্ডিদাস কুন্ডু, মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আক্কাস আলী, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. হারুনুর রশিদ, দাকোপ উপজেলার সাবেক চেয়ারম্যান আলহাজ্ব শেখ আবুল হোসেন প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন বৈজ্ঞানিক ড. মোস্তফা কামাল শাহাদাত। এই প্রকল্পে যৌথভাবে অর্থায়ন করছে বাংলাদেশ ধান গভেষনা ইনস্টিটিউট এবং অষ্ট্রেলিয়া সেন্টার ফর রিসার্স ইনস্টিটিউট। অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ননী গোপাল মন্ডল, খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক জিয়াউল ইসলাম, দাকোপ উপজেলা পরিষদ চেয়ারম্যান মুনসুর আলী খান, উপজেলা নির্বাহী অফিসার আব্দুল ওয়াদুদ, চালনা পৌর মেয়র সনত কুমার বিশ্বাস, জেলা পরিষদ সদস্য জয়ন্তী রানী সরদার, উপজেলা ভাইস চেয়ারম্যান গৌরপদ বাছাড়, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা আকতার, ইউপি চেয়ারম্যান বিনয় কৃষ্ণ রায়, রনজিত কুমার মন্ডল, শেখ আব্দুল কাদের, পঞ্চানন মন্ডল, কবির হোসেন, খুলনা জেলা ও দাকোপ উপজেলার বিভিন্ন পর্যায়ের কৃষি কর্মকর্তাবৃন্দ। লবনাক্ত দাকোপ উপজেলায় এক ফসলি জমিতে এই প্রকল্পের আওতায় সূর্যমূখী, গম, বার্লি, আলু, রসুন, মুগ, ভূট্রা, পালংশাকসহ বিভিন্ন প্রজাতির সব্জি চাষাবাদ করা হয়। এরপর মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক চালনা পৌরসভার মেঝ খলিষা এলাকায় এসিআইএআর কোষ্টাল প্রজেক্টের আওতায় ব্রী ৬৭ ধানের মাঠ প্রদর্শনী ঘুরে দেখেন। এ সময় তার সাথে বাংলাদেশ ধান গভেষনা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মোঃ শাহজাহান কবির, সেচ ও পানি ব্যবস্থাপনা বিভাগের বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মনিরুজ্জামান উপস্থিত ছিলেন।