দাকোপ প্রতিনিধি : চিহ্নিত ভূমিদস্যু কর্ত্তৃক হয়রানী মুলক মামলা দায়েরের অভিযোগ এনে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে দাকোপ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করা হয়েছে।
শুক্রবার বেলা ১১ টায় প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তৃতায় উপজেলার কালীনগর গ্রামের মৃঃ নরেন্দ্রনাথ রায়ের পুত্র প্রনব রায় অভিযোগ তুলে বলেন, একই গ্রামের মৃঃ সুরোত সরদারের পুত্র হাফিজুর গংরা এলাকার চিহ্নিত ভ’মিদস্যু। তিনি বলেন আমি প্রনব রায়সহ এখানে উপস্থিত নলিত মন্ডল, অমরেশ রায় ও স্বপন ঢালী ভুমিহীন হিসেবে বিগত ২০ সেপ্টেম্বর ২০০১ রেজিষ্ট্রি মূলে শ্রীনগর কালীনগর মৌজায় ৪.৬০ একর সম্পত্তি ৯৯ বছরের বন্দোবস্ত প্রাপ্ত হই। কিন্তু হাফিজুর গংরা ওই সম্পত্তির অনুকুলে নিজেদের নামে জাল কাগজপত্র সৃষ্টি করে আমাদের সম্পত্তি ভোগদখলে বিরত রাখতে একের পর এক মিথ্যা মামলা দিয়ে আমাদের হয়রানী করছে। তারই ধারাবাহিকতায় গত ১৪ ডিসেম্বর ২০১৭ আমাদের ২২ জনের নামে একটি মিথ্যা মামলা দায়ের করে। হাফিজুর গংদের এমন অপতৎপরতার বিরুদ্ধে প্রশাসনের দৃষ্টি আকর্ষন করে তিনি বলেন, ওই সম্পত্তির বিষয়ে খুলনার দেওয়ানী আদালতসহ স্থানীয় সহকারী কমিশনার ভুমি ও কামারখোলা ইউনিয়ন পরিষদ আমাদের পক্ষে রায় দেয়। তিনি মিথ্যা মামলা প্রত্যাহার এবং নিজেদের বৈধ জমিতে ভোগদখলে সহায়তার জন্য প্রশাসনসহ সকলের সহযোগীতা কামনা করেন। এ সময় সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন সাবেক ইউপি সদস্য তৈয়বুর রহমান, লুৎফর রহমান সানা, কালীদাসী সরদার, তুলসি রায়, কবিতা মন্ডল ও সচি রায়।