দাকোপ প্রতিনিধি : দাকোপ উপজেলা মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে ৩০ ভাগ কোটা পদ্ধতি বহাল রাখার দাবীতে প্রধানমন্ত্রী বরাবর স্বারকলিপি প্রদান করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মাওলাদ হোসেনের নেতৃত্বে বীর মুক্তিযোদ্ধারা দাকোপ উপজেলা নির্বাহী অফিসার মারুফুল আলমের মাধ্যমে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী বরাবর স্বারকলিপি প্রদান করেন। মুক্তিযোদ্ধাদের গনস্বাক্ষরকৃত স্বারকলিপিতে মহান মুক্তিযুদ্ধে নিজেদের অবদানের কথা উল্লেখ করে বলা হয়, আপনার সরকার মুক্তিযোদ্ধাদের পুত্র কন্যা নাতী নাতনী পৌত্র পৌত্রীদের জন্য সংরক্ষিত ৩০% কোটা বরাদ্দ করেছেন। যে কারনে মুক্তিযোদ্ধারা আপনার সরকারের প্রতি কৃতজ্ঞ। বর্তমানে কিছু অপশক্তি সেই কোটা বাতিলের দাবীতে অপচেষ্টা চালাচ্ছে। স্বারকলিপিতে সকল অপচেষ্টা প্রতিহত করে বরাদ্দকৃত কোটা বহাল রাখার দাবী জানানো হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা বিধান রায়, আব্দুল ওয়াহেদ গাজী, ইউছুফ সানা, মোজাম্মেল হক, পিযুষ কান্তি মন্ডল, দেবানন্দ মন্ডল প্রমুখ।