দাকোপ প্রতিনিধি : আব্দুস সোবাহান সরদারকে আহবায়ক এবং দিবানন্দ মন্ডলকে সদস্য সচীব করে বাংলাদেশ বীর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড দাকোপ উপজেলা শাখার ২১ সদস্যের আহবায়ক কমিটি গঠিত হয়েছে।
সংগঠনের খুলনা জেলা আহবায়ক মোঃ রাকিবুজ্জামান সরদার এবং সদস্য সচীব শেখ রহমত উল্লাহ (টিপু) স্বাক্ষরিত দাকোপ উপজেলা বাংলাদেশ বীর মুক্তিযোদ্ধ সন্তান কমান্ড দাকোপ উপজেলা শাখার আহবায়ক কমিটি ঘোষনা করা হয়েছে। যেখানে আব্দুস সোবাহান সরদারকে আহবায়ক, জয়তীশ মন্ডল, গৌতম সরকারকে যুগ্ম আহবায়ক, দিবানন্দ মন্ডলকে সদস্য সচীব এবং মোঃ জাহিদুর রহমান সোহাগকে যুগ্ম সদস্য সচীব করে ঘোষিত কমিটিতে দিবাশী রায়, দেবদাস রায়, জয়ন্ত সরকার, তুহিন মন্ডল, রোজারীয় বিশ্বাস, কুশল রায়, বিল্লাল গাজী, মোঃ আবু সাইদ গাজী, শ্যামল গোলদার, বিপ্লব বিশ্বাস, কামাল সরদার, মাসুদ রানা সরদার, পার্থ গাইন, বিপ্লব গাজী, অনিমেষ গোলদার এবং বাবু গোলদারকে সদস্য করা হয়েছে।