দাকোপ প্রতিনিধি : দাকোপে উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালনা। ২০ টি অবৈধ জাল জব্দ ও দুই হাজার টাকা জরিমানা আদায়।
বুধবার সকাল থেকে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সেলিম সুলতানের নেতৃত্বে দাকোপ উপজেলার লাউডোব ইউনিয়নের খুটাখালী খাল, হরিণটানা খাল, কালিকাবাটি খাল ও বাজুয়া বেড়ের খালে মৎস্য সংরক্ষণ আইনে মোবাইল কোর্টের আওতায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় মোট ২০ টি অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করা হয়। একই সাথে এ ঘটনায় জড়িত বাজুয়া বেড়ের খাল এলাকার জামাল হাওলাদারকে নিজেদের হেফাজাতে নেওয়া হয়। পরবর্তীতে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মিন্টু বিশ্বাসের উপস্থিতিতে জব্দকৃত অবৈধ জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। এ ঘটনায় জড়িত জামাল হাওলাদারের নিকট থেকে ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানে উপজেলা মৎস্য দপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাসহ নৌ পুলিশের এ এস আই আজিম হোসেনের নেতৃত্বে পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।