দাকোপে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

প্রকাশঃ ২০২৩-১২-১৮ - ০০:২৭

দাকোপ প্রতিনিধিঃ দাকোপে উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযথ মর্যাদায় উৎসব মূখর পরিবেশে মহান বিজয় দিবস পালিত হয়েছে।
১৬ ডিসেম্বর শনিবার বিজয় দিবসের প্রথম প্রহরে একত্রিশবার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা করা হয়। এরপর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে উপজেলা স্মৃতিসৌধে নির্বাহী অফিসার জয়দেব চক্রবর্তীর নেতৃত্বে উপজেলা প্রশাসনের পক্ষে পুষ্পমাল্য অর্পনের মাধ্যমে শুরু হয় মাল্যদান কর্মসূচী। পর্যায়ক্রমে মাল্যদান করেন দাকোপ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, চালনা পৌরসভা, দাকোপ থানা, দাকোপ উপজেলা ও চালনা পৌরসভা আওয়ামীলীগ এবং তার অঙ্গ সহযোগী সংগঠন, অন্যান্য রাজনৈতিকদল, দাকোপ প্রেসক্লাব, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান এবং বেসরকারী উন্নয়ন সংস্থা। এরপর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান করা হয়। সকল সরকারী, আধা সরকারী, বেসরকারী ভবনে জাতীয় পতাকা উত্তোলন ও আলোকসজ্জা করন, সকাল ৮ টায় উপজেলা পরিষদ মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, বাংলাদেশ পুলিশ, আনসার, ফাইয়ার সার্ভিস, সিভিল ডিপেন্সের সদস্যবৃন্দ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশ গ্রহনে শরীরচর্চা প্রদর্শনী, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা, মুক্তিযুদ্ধ ভিত্তিক রচনা প্রতিযোগীতা, শিশুদের চিত্রাংকন প্রতিযোগীতা, শিশু কিশোর ও মহিলাদের পৃথক পৃথক ক্রীড়া প্রতিযোগীতা, মসজিদ, মন্দিও, গীর্জায় জাতীর জনক বঙ্গবন্ধুসহ শাহাদাত বরনকারি সকল সদস্য এবং বীর মুক্তিযোদ্ধাদের জন্য বিশেষ মোনাজাত ও প্রার্থনা, হাসপাতাল ও এতিমখানা এবং থানা হাজতে উন্নত মানের খাবার পরিবেশন, বিকাল ৪ টায় প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সি-সার্কেল) মোঃ মফিজুর রহমান, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ শেখ আবুল হোসেন, সহকারী কমিশনার (ভুমি) পাপিয়া সুলতানা, থানা পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল হকসহ সকল সরকারী কর্মকর্তা ও জনপ্রতিনিধিবৃন্দ। সব শেষ সন্ধ্যায় মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিবসের কর্মসূচী সমাপ্ত হয়।