দাকোপে যাত্রীবাহি ট্রলারে ফিল্মী ষ্টাইলে হামলা

প্রকাশঃ ২০২২-১০-০৭ - ১৪:৪৭

দাকোপ প্রতিনিধিঃ দাকোপের সুতারখালী এলাকায় ফিল্মী ষ্টাইলে যাত্রীবাহি ট্রলারে হামলা। চালককে মারপিট করে লক্ষাধীক টাকা ছিনিয়ে নেওয়ার দাবী করে দাকোপ থানায় অভিযোগ লিখিত করা হয়েছে। প্রত্যক্ষদর্শীদের বিবরন ও লিখিত অভিযোগে প্রকাশ, উপজেলার কালাবগী গ্রামের আজিজ মল্লিকের পুত্র রুহুল আমিন মল্লিক প্রতিদিনের ন্যায় নিজেদের যাত্রীবাহি ট্রলার নিয়ে চালনায় আসার পথে সন্ত্রাসী হামলার শিকার হয়। বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে যাত্রীবাহী ট্রলারটি সুতারখালী কেওড়াতলীতে ঘাট ধরে। এ সময় ৩ নং ওয়ার্ডের মৃঃ মুনসুর গাজীর পুত্র ওহাব গাজীর নেতৃত্বে একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে ফিল্মী ষ্টাইলে ট্রলারটিতে হামলা চালায়। হামলাকারীরা রুহুল আমিনকে বেধড়ক মারপিট করে। তারা রুহুল আমিনের কাছে থাকা ব্যাগ ছিনিয়ে নিয়ে ১ লাখ ৫ হাজার টাকা নিয়ে চলে যায়। ঘটনার সময় ট্রলারে থাকা ইউপি সদস্য নিমাই রায় ও বেবী নাজনীনসহ অন্যান্য যাত্রীরা হামলার বিষয়টি শিকার করে ওহাব গাজীর নেতৃত্বে হটাৎ এমন হামলা ও মারপিট দেখে তারা হতবাক। তাদের হস্তক্ষেপ ও সহযোগীতায় ট্রলারটি উদ্ধার হয়ে চালনায় আসে বলে ইউপি সদস্যরা জানায়। এ ঘটনায় হামলার শিকার রুহুল আমিন মল্লিক বাদী হয়ে ওহাব গাজী, শহিদুল গাজী, আলী সানা, রবিউল গাজী, তপন মিস্ত্রিসহ অজ্ঞাতনামা আরো ৩ জনকে অভিযুক্ত করে চালনা ট্রলার চালক সমিতির সহযোগীতায় দাকোপ থানায় লিখিত অভিযোগ দাখিল করেছে। ওই ট্রলারে থাকা যাত্রীরা চলাচলকারী যাত্রী সাধারনের নিরাপত্তায় এমন হামলার বিচার দাবী করেছেন। জানা গেছে ভাড়া নিয়ে পূর্ব বিরোধের জের ধরে পরিকল্পিত ভাবে এই হামলার ঘটনা ঘটেছে।