দাকোপে যুবনেতার শীতবস্ত্র বিতরন

প্রকাশঃ ২০২৩-০১-০৯ - ১৯:২৮

দাকোপ প্রতিনিধি : দাকোপে বিভিন্ন মাদ্রাসায় শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরন করেছেন উপজেলা যুবলীগনেতা ও বিশিষ্ট ব্যবসায়ী জাহিদুর রহমান মিল্টন।
সোমবার সকাল থেকে তিনি স্বশরীরে উপস্থিত থেকে কালাবগী সুতারখালী দারুল উলুম মাদ্রাসা এবং নুরানী মাদ্রাসা ও এতিমখানায় ৫৪, কালাবগী সুতারখালী রহমানিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় ২৫, খোনা গোলজান বিবি দারুল উলুম মাদ্রাসা ও এতিম খানায় ২০ জন এতিম ও দুস্থ শিক্ষার্থীর মাঝে শীতবস্ত্র কম্বল বিতরন করেন। এ ছাড়া লক্ষিখোলা এছহাকিয়া মাদ্রাসা ও এতিম খানা, কাটাবুনিয়া দারুল উলুম খাদেমুল ইসলাম মাদ্রাসা ও এতিমখানা, মৌখালী আয়েশা সিদ্দিকা মহিলা মাদ্রাসা এবং মৌখালী ফকির পাড়া হাফিজুল কোরআন মাদ্রাসার এতিম ও দুস্থ শিক্ষার্থীর মাঝে শীতবস্ত্র কম্বল বিতরন করা হয়। এ সময় কালাবগী সুতারখালী দারুল উলুম মাদ্রাসার মুহতামিম মুফতি শফিকুল ইসলাম, শিক্ষক ডাঃ আমিরুল ইসলাম, হাফেজ মারজান আলী, মাওলানা ইকরামুল ইসলাম, শিক্ষক আলম হোসেন, মাওলানা আলী হাসান, হাফেজ জাহাঙ্গীর আলম, মাওলানা বেলাল হোসাইন, মাওলানা শামিম হোসাইন, মুফতি শরিফুল ইসলাম, মাওলানা আঃ রহমান, মোঃ রবিউল ইসলাম গাজী, জাহাঙ্গীর হোসেন এবং মাসুম হোসেন উপস্থিত ছিলেন।