দাকোপ প্রতিনিধিঃ সরকারী নির্দেশনা অনুযায়ী দাকোপের চালনা পৌরসভায় রুপান্তরের স্কীম প্রকল্পের সহায়তায় করোনার প্রথম ডোজ টিকাদান কার্যক্রম অনুষ্ঠিত। সরকার ঘোষিত ২৬ ফেব্রুয়ারী দেশের ১ কোটি মানুষকে টিকাদানের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় সেটি বাস্তবায়নে দাকোপ উপজেলা প্রশাসন স্বাস্থ্য বিভাগের পাশাপাশি উপজেলায় কর্মরত সকল এনজিও প্রতিনিধিদের এই কার্যক্রমে সহায়তার নির্দেশনা প্রদান করে। তারই আলোকে শনিবার সকাল ৯ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত উপজেলা সদর চালনা পৌরসভা অডিটোরিয়ামে সুইজারল্যান্ডের অর্থায়নে বেসরকারী সংস্থা রুপান্তরের স্কীম প্রকল্পের ইউথ গ্রæপের সহায়তায় উৎসব মূখর পরিবেশে ১ম ডোজ টিকাদান কার্যক্রম পরিচালিত হয়েছে। এ সময় চালনা পৌরসভার মেয়র সনত কুমার বিশ্বাস, উপজেলা হাসপাতালের স্বাস্থ্য সহকারী কনিকা মিস্ত্রি, অঞ্জনা রায়, রুপান্তরের পক্ষে নমিতা মল্লিক, রাজিব হাসান এবং ইউথ গ্রুপের সদস্যরা উপস্থিত ছিলেন। এ ছাড়া দাকোপ উপজেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে সকল ইউনিয়নে এবং হাসপাতাল ক্যাম্পাসে দিনব্যাপী টিকাদান কার্যক্রম পরিচালিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মিন্টু বিশ্বাস, উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডাঃ মোজাম্মেল হক নিজামি এ কার্যক্রম মনিটরিং করেন।