আজগর হোসেন ছাব্বির : করোনা মোকাবেলায় সরকার ঘোষিত কঠোর লক ডাউন বাস্তবায়নে দাকোপে উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে মাঠে আছে যৌথ বাহিনী। উপজেলা সদরসহ সকল গুরুত্বপূূর্ন এলাকায় টহল ও মোবাইল কোর্ট পরিচালনা করতে দেখা যায়।
বৃৃহস্পতিবার লক ডাউনের প্রথম দিন সকাল থেকে উপজেলা সদর, চালনাা বাজার এবং পানখালী ও তিলডাঙ্গা ইউনিয়নের বিভিন্ন এলাকায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিন্টু বিশ^াসের নেতৃত্বে পুলিশ, আনসার বাহিনী, সিপিপির সদস্যরা এবং চালনা পৌরসভার জনপ্রতিনিধিসহ দিনভর মাঠে ছিল প্রশাসন। এ সময় অন্যানের মধ্যে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সি সার্কেল দাকোপ মোঃ রাশেদ হাসান ও দাকোপ থানার অফিসার ইনচার্জ শেখ সেকেন্দার আলী। অনুরুপভাবে শুক্রবার সকাল সকাল থেকে সেনাবাহিনী পুলিশ ও আনসার বাহিনীর সমন্বয়ে যৌথ বাহিনী উপজেলা প্রশাসনের নেতৃত্বে চালনা পৌরসভার আছাভূয়া, চালনা বাজার, বৌমার গাছতলা, পোদ্দারগঞ্জ ঘাট এবং পানখালী বরনপাড়া ঘাট এলাকায় টহল ও অভিযান পরিচালনা করে। এ সময় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিন্টু বিশ^াস, দাকোপ থানার অফিসার ইনচার্জ শেখ সেকেন্দার আলী এবং সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ জামাল উদ্দিন নেতৃত্বে ছিলেন। গত দু’দিন উপজেলা সদর চালনা বাজারসহ উপজেলার জনগুরুত্বপূর্ন বাজুয়া বাজার, নলিয়ান, কালীনগর ও বটবুনিয়া বাজার এলাকার দোকানপাট বন্দ ছিল। তবে রাস্তায় মাঝে মধ্যে কিছু ভ্যান ও ইজিবাইক চলাচল করতে দেখা যায়। সাধারন মানুষদের ও খুব বেশী রাস্তায় বের হতে দেখা যায়নি।