দাকোপে লজিক প্রকল্পের সমন্বয় সভা অনুষ্ঠিত

প্রকাশঃ ২০২১-০৯-২৮ - ২০:৪২

দাকোপ প্রতিনিধি : দাকোপে লজিক প্রকল্পের উদ্যোগে উপজেলা পর্যায়ে সিআরএফ উপকার ভোগীদের সহায়তা পরিসেবা নিশ্চিতে সরকারের সম্প্রসারন বিভাগের সাথে সংযোগ স্থাপনের জন্য সমন্বয় প্রক্রিয়া শক্তিশালীকরন সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদ অডিটারিয়ামে উপজেলা নির্বাহী অফিসার মিন্টু বিশ্বা সের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক খুলনা ইকবাল হোসেন। বিশেষ অতিথির বক্তৃতা করেন অতিরিক্ত জেলা প্রশাসক ভূমি মারুফুল আলম, লজিক প্রকল্পের জেলা ক্লাইমেট চেঞ্জ সমন্বয়কারী শেখ ফয়সাল শাহ রিপন, জেলা অর্থ সমন্বয়কারী মোঃ আসাদুল হক। বক্তৃতা করেন ইউপি চেয়ারম্যান পঞ্চানন মন্ডল, জালাল উদ্দিন গাজী, শেখ সাব্বির আহম্মেদ, উপজেলা কৃষি কর্মকর্তা মেহেদী হাসান, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ পরিতোষ রায়, সমাজসেবা কর্মকর্তা প্রবীর রায়, দাকোপ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আজগর হোসেন ছাব্বির, লজিকের উপজেলা ফ্যাসিলিলেটর পরিমল কুমার কর্মকার, ইউপি সচীব মধাব চন্দ্র বালা, বোরহান উদ্দিন, শাপলা অধিকারী, জসমন্ত্র মল্লিক, আশিকুর রহমান প্রমুখ। এর আগে প্রধানমন্ত্রীর ৭৫ তম জন্মদিন উপলক্ষ্যে দাকোপ উপজেলা পরিষদ চত্বরে ফলজ বৃক্ষের চারা রোপন করেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক খুলনা ইকবাল হোসেন। অতিরিক্ত জেলা প্রশাসক ভূমি মারুফুল আলম ও উপজেলা নির্বাহী অফিসার মিন্টু বিশ্বাস।