দাকোপে লবনপানি ওঠানো বন্ধ করতে সরেজমিন পরিদর্শনে এমপি ঝর্ণা সরকার

প্রকাশঃ ২০২০-০৩-১০ - ১৬:০৭

দাকোপ,খুলনা : দাকোপের সেই বিতর্কিত লবনপানি উঠানো স্লুইচগেট এলাকা পরিদর্শন করেছেন কেন্দ্রীয় আওয়ামীলীগনেএী গ্লোরিয়া ঝর্না সরকার এমপি।তিলডাংগার একজন সাবেক চেয়ারম্যান আইন ভঙ্গ করে প্রতিবছর গড়খালিতে লবনপানি তুলে এলাকা সয়লাব করে চিংড়ি চাষ করায় কম জমির মালিকদের ধান ও মাছের ফসল মার খাওয়ায় গরীব কৃষকরা দীর্ঘকাল যাবৎ লবন পানি তোলা বন্ধ করার দাবী জানিয়ে আসছিল কিন্তু সাবেক চেয়ারম্যান ও তার বাহিনী কারো কোন দাবী তোয়াক্কা না করে হাজার হাজার বিঘা জমিতে লবন পানি তুলে বছরের পর বছর চিংড়ি চাষ করে আসছে ।বিষয়টি সংরক্ষিত মহিলা আসনের এমপি গ্লোরিয়া ঝর্না সরকার জানতে পেরে গত শুক্রবার দলীয়তোকর্মী ও স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে নিয়ে ঘটনা স্থল পরিদর্শন করেন।পরিদর্শনকালে উপস্থিত জমির মালিকরা প্রভাবশালির লবনপানির হাত থেকে বাঁচানোর দাবী জানালে এমপি ঝর্ণা সরকার এলাকার ৬নং গেঁসহ দাকোপের কোন গেট দিয়ে আর যেন লবনপানি তোলা না হয় সেজন্য পানি উন্নয়ন বোর্ডের দায়িত্বরত কর্মকর্তাদের নির্দেশ দেন।সাথে সাথে প্রভাবশালী যেই হোক কোন ষড়যন্ত করে যদি লবনপানি তুলে কৃষকের ক্ষতি করার চেষ্টা করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যাবস্থা নেওয়া হবে বলে তিনি জানান ।