দাকোপে শিক্ষকের বিরুদ্ধে দোকানঘর ভাংচুরের অভিযোগ

প্রকাশঃ ২০১৮-০১-০৪ - ১৬:৫৫

দাকোপ(খুলনা) : থেকে জেলার দাকোপ উপজেলায় এক শিক্ষকের বিরুদ্ধে চায়ের দোকান ভাংচুরের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে গত বুধবার বেলা ১.৩০টায় উপজেলার কামারখোলা ইউনিয়নের ঠাকুরবাড়ি মোড়ে ।
অতিদরিদ্র দোকান মালিক বিনয় কৃষ্ণ মন্ডল জানায়, দীর্ঘ ৯ বছর ধরে শ্যামল কৃষ্ণ মিস্ত্রীর ওয়াপদার রাস্তার পাশের জায়গায় দোকান করে পরিবারের ভরণ-পোষন চালিয়ে আসছি। আমাকে না বলে চালনা কেসি পাইল্ট মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক তপন মন্ডল তার লোকজন নিয়ে আমার চায়ের দোকান ভেঙ্গে দেন। বর্তমানে তিনি জায়গাটির মালিক বলে দাবি করছেন। বিনয় কৃষ্ণ আরও জানান, এখনও জায়গাটির কে মালিক সে বিষয়ে কোনো ফয়সালা হয়নি অথচ আমাকে ঘরটি সরানোর সুযোগ না দিয়ে শিক্ষক আমার দোকান ঘরটি ভেঙ্গে ফেলেছেন। ঘরটি ভাঙ্গার সময় আমার অনেক মালামালের ক্ষয় ক্ষতি হয়েছে।
স্থানীয়রা বলেন, বিনয় কৃষ্ণ মন্ডল দীর্ঘদিন যাবৎ এখানে দোকান চালিয়ে আসছে। গত বুধবার শিক্ষক তপন মন্ডলকে দোকান ভাংচুর করতে দেখেছি।
এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য সুজিত মন্ডল সহ গ্রামের অনেকেই বলেন আইলার পর থেকে বিনয় মন্ডল ওই জায়গায় দোকান তুলে চালিয়ে আসছিল তারা আরও বলেন, বিনয় কৃষ্ণ মন্ডলের মত
গরীবের চায়ের দোকানটি অবৈধভাবে ভেংগে তার অনেক ক্ষতি করা হয়েছে।আর নিজ হাতে ভাংগা শিক্ষক তপন মন্ডল বলেন, আমি কারো দোকান ঘর ভাঙ্গিনি আমি আমার নিজের জায়গায় বাঁশের বেড়া দিয়েছি।