দাকোপ প্রতিনিধি : দাকোপে বেসরকারী সংস্থা দলিতের উদ্যোগে বাল্য বিবাহ প্রতিরোধ ও ঝরে পড়া রোধে দলিত ও প্রান্তিক শিক্ষার্থীদের শিক্ষা সংক্রান্ত আনুষঙ্গিক ব্যয়ের জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
বুধবার বেলা ১১ টায় চালনা এম এম কলেজ অডিটোরিয়ামে সহায়তা প্রধান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দলিতের হেড অফ প্রোগ্রাম বিকাশ কুমার দাশ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দাকোপ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুরাইয়া সিদ্দিকা। উপস্থিত ছিলেন চালনা এম এম কলেজের সহকারী অধ্যাপক রঞ্জন কুমার রায়, শিক্ষক নিলিমা গাইন, দলিতের প্রকল্প ব্যবস্থাপক নিরঞ্জন বর্মন, হেলথ মুবিলাইজার সুমন মল্লিক প্রমুখ। অনুষ্ঠানে ৬ষ্ঠ শ্রেনী প্রতি শিক্ষার্থী ৩০০ টাকা, ৭ম শ্রেনী ৩৬০ টাকা, ৮ম থেকে ১০ম শ্রেনী ৪২০ টাকা হাওে চালনা পৌর এলাকার ৪৬০ জন শিক্ষার্থীর মাঝে ২ লাখ ২ হাজার ২৯০ টাকা বিতরন করা হয়। একই দিনে উপজেলার ধোপাদী, কালীনগর, বুড়ির ডাবুর, লাউডোপ, ঢাংমারী ও তিলডাঙ্গায় অনুরুপভাবে শিক্ষার্থীদের মাঝে অর্থ বিতরন করা হয়।