দাকোপ প্রতিনিধি : বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৮তম প্রতিষ্ঠা বার্ষিকী ও জাতির জনক বঙ্গনন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র সজীব ওয়াজেদ জয়ের শুভ জন্মদিন উপলক্ষে দাকোপ উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্টান অনুষ্ঠিত হয়েছে। এলক্ষে ২৫জুলাই মঙ্গলবার সন্ধায় উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবলীগের সভাপতি জি এম রেজার সভাপতিত্বে এবং যুগ্ম আহবায়ক কুমারেশ বিশ্বাস ও সদস্য সচিব উত্তম কুমার রায়ের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন দাকোপ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব শেখ আবুল হোসেন। বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান বিনয় কৃষ্ণ রায়,সহ-সভাপতি রনজিত কুমার মন্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আব্দুল কাদের, সাংগঠনিক সম্পাদক এ বি এম রুহুল আমীন, চালনা পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ শফিকুল ইসলাম আক্কেল, চালনা পৌর মেয়র সনত কুমার বিশ্বাস, উপজেলা কৃষকলীগের সভাপতি শেখ গোলাম হোসেন, উপজেলা শ্রমিক লীগের সভাপতি গোবিন্দ বিশ্বাস, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও অধ্যাপক লিপিকা বৈরাগী, আজগর হোসেন ছাব্বির, চালনা পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও দাকোপ প্রেসক্লাবের সভাপতি মোঃ শিপন ভুইয়া, আওয়ামলীগনেতা নিত্যরঞ্জন কবিরাজ, মোঃ ইউনুস জমাদ্দার,উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক অমারেশ ঢালী,দেবাশিষ ঢালী, গৌতম সাহা, আজিজুল ইসলাম শেখ,উপজেলা যুবলীগনেতা রতন কুমার মন্ডল,জাহিদুর রহমান মিল্টন,সৌম্য বিশ্বাস,কৃষকলীগের শেখ ইকবাল হোসেন,গোবিন্দ রায়,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নেতা কামররুল ইসলাম,অচিন্ত্য রায়,উৎপল মন্ডল,সুমন শেখ,মাওফেল হাওলাদার,রাজু শেখ,শামীম খান,চালনা পৌরসভা ছাত্রলীগের সভাপতি রাসেল কাজী,সাধারণ সম্পাদক রাহুল রায়,মাসুম হাওলাদার প্রমুখ।