দাকোপে সাবেক এমপি ননী গোপালের দিনব্যাপী গনসংযোগ

প্রকাশঃ ২০২২-০৭-৩০ - ২১:১৫

দাকোপ প্রতিনিধিঃ আগামী নির্বাচনকে সামনে রেখে বর্তমান সরকারের উন্নয়নকে প্রশ্নবিদ্ধ করতে বিএনপি জামায়াত জোটের অপপ্রচার এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার বিরুদ্ধে জনসচেতনতা তৈরীতে দাকোপের বিভিন্ন এলাকায় সাবেক এমপি ননী গোপাল মন্ডল গনসংযোগ করেছেন।
শনিবার সকাল থেকে সাবেক এমপি খুলনা জেলা আওয়ামীলীগের সদস্য ননী গোপাল মন্ডল উপজেলার দাকোপ ও কামারখোলা ইউনিয়নের বিভিন্ন এলাকায় দিনব্যাপী ব্যাপক গনসংযোগ করেন। এ সময় তিনি জনসাধারনের মাঝে বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে যে কোন ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে জননেত্রী শেখ হাসিনার প্রতি আস্থা রাখার আহবান জানান। এ সময় তার সাথে সাবেক ছাত্রনেতা ও দাকোপ উপজেলা উন্নয়ন সমন্বয় কমিটির সদস্য সচীব এ্যাডঃ জি এম কামরুজ্জামান, আওয়ামীলীগনেতা হিমাংশু সরকার, সঞ্চয় মোড়ল, উপজেলা বিআর ডিবির নবনির্বাচীত সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান উমাশংকর রায়, প্রসেনজিত রায়, বিপ্রদাস মন্ডল, মানস রায়, মিলন পাইক, নিহার রায়, অনুপ বাগচী, বিকাশ শীল, গৌর হালদার, মাখন চক্রবর্তীসহ শতাধীক নেতাকর্মি উপস্থিত ছিলেন। তিনি দেশ বিরোধী সকল ষড়যন্ত্র প্রতিহত করতে দলীয় নেতাকর্মিসহ জনগনকে সতর্ক থাকার আহবান জানান। এ সময় তিনি বৃষ্টি না হওয়ায় কৃষকদের প্রতি সমবেদনা জানান।