দাকোপে সুতারখালী ইউনিয়ন বিএনপির মিছিল

প্রকাশঃ ২০২৪-১১-০৮ - ১৪:৫৬

দাকোপ (খুলনা) প্রতিনিধি : দাকোপে ঐতিহাসিক ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস পালন উপলক্ষে সুতারখালী ইউনিয়ন বিএনপির উদ্যোগে একটি বিশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টায় উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে উপজেলা ও চালনা পৌরসভা বিএনপির যৌথ আয়োজনে দিবসটি পালনে অনুষ্ঠিত আলোচনা সভায় সুতারখালী ইউনিয়ন বিএনপির আহবায়ক আঃ বারিক গাজী ও মোঃ রফিকুল ইসলামের নেতৃত্বে মিছিলসহ বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ যোগ দেয়। এর পূর্বে ট্রলার যোগে সুতারখালী থেকে এ সকল শত শত নেতাকর্মী চালনা মেরিন কোম্পানির সামনে এসে নামে। এ সময়ে মিছিলে উপস্থিত ছিলেন, জুবায়ের রহমান, ইউনিয়ন বিএনপি যুগ্ম আহবায়ক, রবিউল ইসলাম গাজী, সাইফুল ইসলাম সরদার, জিল্লুর রহমান নাটু, মাসুদ গাজী, আব্দুল লতিফ সানা, মাহামুদ গাজী, কামরুজ্জামান খোকন শেখ, বদিউর রহমান, আনিসুজ্জামান, শহিদুল গাজী, মাকফুর রহমান, মারুফ গাজী, গোলাম রসুল, আসাদুজ্জামান ইসলাম মিন্টু, গফুর গাজী আজিজুর, বাবুল, জাহাঙ্গীর আলম, জাহাঙ্গীর গাজী, খোকন মল্লিক, শাহা আলম, নিউ¬টন, আলামিন ফকির, আব্দুল্লাহ গাজী, জিয়া, মাসুম, বাবু বাপ্পি সরদার, হযরত, জাহাঙ্গীর সরদার, তপন, মুনির, আতিক, সবুজসহ আরো অনেকে।