দাকোপ প্রতিনিধিঃ আসন্ন এসএসসি ও সমমানের পরীক্ষা সুষ্টভাবে গ্রহনের লক্ষ্যে দাকোপে উপজেলা প্রশাসন এক প্রস্তুতি সভা করেছে। বুধবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে দাকোপ উপজেলা নির্বাহী অফিসার মিন্টু বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তৃতা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ গালিব মাহমুদ পাশা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সোহেল হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এস এম জাহাঙ্গীর আলম, একাডেমিক সুপারভাইজার জুমারাত আলী, অধ্যক্ষ মাওলানা অজিহুর রহমান, শিক্ষক মানিক চন্দ্র গাইন, স্বপন কুমার মহলদার, চিন্ময় বিশ্বাস, অমিয় রায়, ঋশিকেষ রায়, শশংাঙ্ক হালদার, শচীন্দ্রনাথ রায়, প্রশান্ত কুমার রায়, আশিষ রায়, সুকল্যান রায়, সমারেশ চন্দ্র সানা, সুকুমার রায়, সুজিত রায়, দাকোপ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আজগর হোসেন ছাব্বির, সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগন। সভায় নকলমুক্ত শান্তিপূর্ন পরিবেশে এবারের পরীক্ষা গ্রহনের লক্ষ্যে সকল প্রস্তুতি পর্যালোচনা করা হয়।