দাকোপে সেনা নির্মিত আশ্রয়ন প্রকল্প-২ হস্তান্তর

প্রকাশঃ ২০২১-১০-১২ - ১৭:৪১

দাকোপ প্রতিনিধি : দাকোপে সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশনের উদ্যোগে নির্মিত আশ্রয়ন প্রকল্প-২ হস্তান্তর করা হয়েছে।
উপজেলার পানখালী ইউনিয়নের খোনা গ্রামে ভদ্রানদী তীরবর্তী স্থানে সেনাবাহিনীর ৮৮ পদাতিক ব্রিগেড (জুনিয়র টাইগার্স) এর তত্ত্বাবধানে এবং ৫৫ পদাতিক ডিভিশন যশোর সেনানিবাসের উদ্যোগে নির্মিত দাকোপ আশ্রয়ন-২ প্রকল্প’র চাবী মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী অফিসারের নিকট হস্তান্তর করা হয়। দাকোপ উপজেলা নির্বাহী অফিসার মিন্টু বিশ্বাসের সভাপতিত্বে হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন অধিনায়ক টু ই-বেঙ্গল, ৫৫ পদাতিক ডিভিশন, ৮৮ পদাতিক ব্রিগেট যশোর সেনানিবাস লেঃ কর্নেল মোঃ মোর্শেদুল হাসান পিএসসি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দাকোপ উপজেলা পরিষদ চেয়ারম্যান মুনসুর আলী খান, দাকোপের সহকারী কমিশনার ভূমি গালিব মাহমুদ পাশা, সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার মোঃ অলিউল্লাহ, দাকোপ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেখ আব্দুল কাদের, পানখালী ইউপি চেয়ারম্যান শেখ আব্দুল কাদের, উপজেলা সহকারী প্রকৌশলী মঞ্জুকুল আলম, ইউপি সদস্য শাহাবুদ্দিন মোল্যা, খোরশেদ শেখ, নবনির্বাচীত সদস্য রাশেদুল ইসলাম বাবু প্রমুখ। উল্লেখ্য আশ্রয়ন বাস্তবায়ন সংস্থা প্রধানমন্ত্রীর কার্যালয়ের বাস্তবায়নে সেখানে নির্মিত ১০ টি ব্যারাকে ৫০টি পরিবার বসবাস করবে।