দাকোপ প্রতিনিধি : “পয়ঃবর্জের সুষ্ঠ ব্যবস্থাপনা উন্নত স্যানিটেশন সম্ভবনা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দাকোপে বেসরকারী সংস্থা সিএস এস’র সগযোগীতায় জাতীয় স্যানিটেশন মাস উদযাপন উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১০ টায় এ উপলক্ষ্যে দাকোপ ইউনিয়ন পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালী বের হয়ে একই স্থানে এসে আলোচনা সভার মাধ্যমে শেষ হয়। সি এস এস পরিচালিত অ্যাসেলারেটিং সাস্টেইনেবল ওয়াশ সার্ভিসেস প্রকল্পের আওতায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন দাকোপ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বিনয় কৃষ্ণ রায়। ইউনিয়ন পরিষদ সভা কক্ষে ইউনিয়ন ভিত্তিক গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি মধুসুদন মন্ডলের সভাপতিত্বে সভায় আলোচনা করেন ইউপি সদস্য দূর্গাপদ রায়, কনিকা হালদার, মনিকা গাইন, রীতা রপ্তান, সঞ্জয় জোয়দ্দার, দেবদাস গাইন, বলাই মন্ডল, ভবেন্দ্রনাথ মন্ডল, নিখিল সরদার, পরিতোষ মন্ডল, জয়ন্ত মন্ডল, সুব্রত মন্ডল, প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ বিশ্বাস, সিএসএস ওয়াশ প্রকল্পের এরিয়া ম্যানেজার ক্লাইভ ম্যাকফিল্ড, ইউনিয়ন ফ্যাসিলিলেটর রিক্তা মল্লিক প্রমুখ। সভায় স্যানিটেশনের উপর গুরুত্বারোপ করে করনীয় বিষয় সম্পর্কে মতামত উপস্থাপন করা হয়। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে এলাকার সুধীজন এবং শিক্ষার্থীরা অংশ গ্রহন করে।