দাকোপ প্রতিনিধি : সুন্দরবনের নলিয়ান রেঞ্জ এলাকা থেকে পরিত্যাক্ত অবস্থায় একটি হরিণের চামড়া উর্দ্ধার করেছে কোষ্টগার্ড । গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয় কোষ্টগার্ড চামড়াটি উর্দ্ধার করে বনবিভাগের কাছে হস্তান্তর করেছে।
কোস্টগার্ড পশ্চিম জোনের নলিয়ান অফিসের পেটি অফিসার জাহাঙ্গীর আলম জানান, গত বুধবার গোপন সংবাদের ভিত্তিতে পশ্চিম বনবিভাগের নলিয়ান রেঞ্জের আওতাধীন শিবসা নদীর পশ্চিম পার মুচিরদোয়ানী খাল এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি হরিণের চামড়া উদ্ধার করা হয়। চামড়াটি নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। কবে নাগাদ এটি রাখা হতে পারে এমন কোন ধারনা নিশ্চিত করতে পারেনি কোষ্টগার্ড। চামড়াটি উদ্ধারের পর নলিয়ান রেঞ্জের হড্ডা বন টহল ফাঁড়ীতে হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে। উল্লেখ্য গত কয়েকদিনের ব্যবধানে কোষ্টগার্ড এমনিভাবে পরিত্যাক্ত অবস্থায় মোট ৮টি হরিণের চামড়া উর্দ্ধার হওয়ার ঘটনা ঘটেছে।