দাকোপে হাট উচ্ছেদ ও জরিমানা আদায়

প্রকাশঃ ২০২১-০৭-০৬ - ২১:২০

আজগর হোসেন ছাব্বির : কঠোর লক ডাউন কার্যকরে ধারাবাহিক অভিযানের অংশ হিসাবে দাকোপের বাজুয়ায় সাপ্তাহিক হাট উচ্ছেদ এবং মোবাইল কোর্টে ৩১ জনের নিকট থেকে জরিমানা আদায় করা হয়েছে।
মঙ্গলবার সকাল থেকে দাকোপ উপজেলা নির্বাহী অফিসার এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মিন্টু বিশ্বাস উপজেলার বাজুয়া অঞ্চলে ধারাবাহিক ধারাবাহিক টহল এবং অভিযান পরিচালনা করেন। এ সময় তিনি লাউডোপ খুটাখালীর সাপ্তাহিক হাট উচ্ছেদ করেন। একই সাথে করোনার বিধি নিষেধ উপেক্ষা করে ব্যবসা পরিচালনার দায়ে ব্যবসায়ী বিধান চন্দ্র রায়, রীনা রানী বিশ্বাস, সঞ্জিব রায়, পশুপতি রায়, রাম বৈদ্য, তাপস বর্মন, বিবেক বাইন, সুরঞ্জন মন্ডল, আমিন সরদার, ফারুক হোসেন, হাবীব গাজী, আব্দুল্লাহ আল মামুন, হাফিজুর রহমান, সিরাজ মল্লিক, মান্নান তালুকদার, মাহফুজ কাজী, বিশ্বনাথ দেবনাথ, কানাই সাহা, কাজী লালন, বিশ্বনাথ সাধু ও আসমা বেগম এবং মাস্ক ব্যবহার না করায় ভ্যান চালক সরোজিত বৈদ্য, কৌশিক ঘরামী, পথচারী মমতা রায়, কৃষ্ণপদ মন্ডল, দেবপ্রসাদ মন্ডল, প্রীতিষ বর্মন, দূর্গাপদ মন্ডল, প্রশান্ত মন্ডল, অরুন বিশ্বাস এবং রবীন্দ্রনাথ বৈদ্যের নিকট থেকে মোবাইল কোর্টের আওতায় সর্বমোট ৬ হাজার ৮ শ’ টাকা জরিমানা আদায় করা হয়। এ সময় সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ জামাল হোসেনের নেতৃত্বে সেনাবাহিনীর একটি টিমসহ আনসার ও সিপিপির সদস্যরা তার সাথে ছিলেন।