দাকোপে হামলার শিকার ইউপি সদস্যকে ফের হুমকি

প্রকাশঃ ২০২১-১০-১১ - ২০:৫৪

দাকোপ প্রতিনিধি : দাকোপের পানখালী ইউপির নব-নির্বাচীত সদস্য মারপিটের শিকার হয়ে থানায় লিখিত অভিযোগ দাখিল করায় ফের হুমকির মুখে। জীবনের নিরাপত্তা চেয়ে থানায় সাধারন ডায়েরী করেছেন তিনি।
ভূক্তভোগীর থানায় লিখিত জিডি ও এলাকাবাসী সুত্রে জানা যায়, উপজেলার ১নং পানখালী ইউনিয়নে লক্ষ্মীখোলা ৫ নং ওয়ার্ডের নবনির্বাচিত ইউপি সদস্য মোঃ হানজালা শেখ গত ৯ অক্টোবর শনিবার সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬ টায় দিকে লক্ষ্মীখোলা পিচের মাথায় ওয়াপদার বেড়ীবাঁধের ভাঙন দেখতে যায়। এ সময় পূর্ব শত্রুতার জের ধরে একই এলাকার মৃত মোকাম শেখের পুত্র মহিবুল শেখ (৩৮) তার উপর অতর্কিত হামলা করে। উপস্থিত এলাকাবাসী আহত ইউপি সদস্যকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এসে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করে। হামলার ঘটনায় তিনি দাকোপ থানায় একটি লিখিত অভিযোগ দেয়। যে কারনে হামলাকারী অন্যান্য ১২/১৪ সহযোগীদের নিয়ে ওই দিন রাত ৯ টার দিকে ফের ইউপি সদস্যের বাড়ীতে গিয়ে ইউপি সদস্যকে অকথ্য ভাষায় গালিগালাজ ও হুমকি প্রদর্শন করে। এ সময় ইউপি সদস্যের ভাইপো ইমরান শেখ ও নাজমুল শেখ গালিগালাজের কারন জিজ্ঞাসা করলে তাদেরকে ও দেখে নেওয়ার হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। এ ঘটনায় নিজের এবং পরিবারের সদস্যদের জীবনের নিরাপত্তা চেয়ে ইউপি সদস্য হানজালা শেখ বাদী হয়ে ৪ জনের নাম উল্লেখসহ আরো ১২/১৪ জনকে অজ্ঞাত দেখিয়ে দাকোপ থানায় সাধারণ ডায়েরী করেন। যার নং- ৩৮৫, তারিখ-১০/১০/২০২১ ইং। এ রিপোর্ট লেখা পর্যন্ত দাকোপ থানা পুলিশ বিষয়টি তদন্তে ঘটনাস্থলে অবস্থান করছিল বলে থানা সুত্রে জানা গেছে।