দাকোপ(খুলনা) : জেলার দাকোপ উপজেলায় বাংলাদেশ হেলথ এ্যাসিস্ট্যান্ট এ্যাসোসিয়েশন ৪ দফা দাবিতে সোমবার কর্মবিরতি পালন করে ।
উপজেলা শাখার নয়টি ইউনিয়ন ও একটি পৌরসভার ৪৩ জন স্বাস্থ্য সহকর্মীরা সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হল রুমে মিলিত হয়। এসময় তারা বলেন, আমাদের বেতন স্কেলসহ টেকনিক্যাল পদমর্যাদা দিতে হবে, মাঠ, ভ্রমণ ভাতা ও ঝুঁকি ভাতা “মূল বেতনের ৩০শতাংশ হারে দিতে হবে”, প্রতি ৬ হাজার জনগোষ্ঠীর জন্য এক জন করে স্বাস্থ্য সহকর্মী নিয়োগ দিতে হবে, দ্রুত সময়ের মধ্যে শূন্যপদে জনবল নিয়োগ প্রদান করতে হবে, ১০ শতাংশ পোষ্য কোটা প্রবর্তন করতে হবে। তারা আরও জানায়, এসকল দাবি বাস্তবায়িত না হলে ইপিআই কর্মসূচিসহ সকল কার্যক্রম থেকে বিরত থাকব। আয়োজিত সভায় উপস্থিত ছিলেন, স্বাস্থ্য সহকর্মী নৃপেন রায়, এসএ কামাল, রবিউল ইসলাম, সুবোল রায়, নিমাল্য সরকার, কামাল রায়, সাহেদুল ইসলাম, দেবেশ রায় প্রমূখ।