দাকোপে ১৫ হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে বিনষ্ট

প্রকাশঃ ২০২৪-১০-১৫ - ১৭:২০

দাকোপ (খুলনা) প্রতিনিধি : খুলনার দাকোপে ১৫ হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। এঘটনায় দুই ব্যসায়ীকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়। গতকাল মঙ্গলবার বেলা দেড়টার সময়ে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বাজুয়া বাজারে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে অভিযান পরিচালনা করেন। এসময়ে অবৈধ ভাবে কারেন্ট জাল বিক্রির অপরাধে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট জুবায়ের জাহাঙ্গীর ভ্রাম্যমান আদালত পরিচালনা করে পাইকগাছা উপজেলার পাইকগাছা এলাকার ব্যবসায়ী মেহেদী হাসানকে ৫ হাজার ও চালনা এলাকার মিলন শেখের কাছ থেকে ৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। পরবর্তীতে জব্দকৃত ১৫ হাজার মিটার কারেন্ট জাল উপজেলা মাঠে পুড়িয়ে বিনষ্ট করা হয়। এসময়ে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা প্রদীপ কুমার দামসহ পুলিশ ফোর্ম উপস্থিত ছিলেন।