দাকোপে ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেফতার

প্রকাশঃ ২০২২-০৮-০৯ - ০০:৩৪

দাকোপ প্রতিনিধি : দাকোপে থানা পুলিশের অভিযানে ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেফতার। থানা সূত্রে জানাযায়, দাকোপ উপজেলার লাউডোব ইউনিয়নের ৬নং ওর্য়াডের হরিণটানা গ্রামের স্থায়ী বাসিন্দা আন্দ্রিয় মন্ডলের পুত্র রিপন মন্ডল (৩৬) নিজ বাড়িতে ১ কেজি গাঁজা বিক্রির জন্য রক্ষিত আছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে ৮আগষ্ট সোমবার সকাল ১০টার দিকে দাকোপ থানা অফিসার ইন চাজর্ (ওসি) উজ্জল দত্তের দিক নির্দ্দেশনায় এস,আই চিরঞ্জিত মন্ডল ও সঙ্গীয় পুলিশ ফোর্সের সহায়তায় রিপনের বাড়ি তল্লাশি চালিয়ে ১ কেজি গাঁজাসহ রিপন মন্ডলকে হাতেনাতে আটক করে। এ ঘটনায় দাকোপ থানায় মাদক আইনে একটি মামলা দায়ের এবং গ্রেফতারকৃত রিপন মন্ডলকে সোমবার জেল হাজতে প্রেরণ করা হয়। থানা অফিসার ইনচার্জ(ওসি) উজ্জল দত্ত জানান দাকোপ উপজেলায় মাদককে জিরো র্ট্রলারেন্স ঘোষনা করা হয়েছে। এধরনের মাদক বিরোধী অভিযান অব্যহত থাকবে।