দাকোপ প্রতিনিধি : আসন্ন দাকোপ উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পুরুষ পদে ১ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। উপজেলা নির্বাচন অফিস সুত্রে জানা গেছে, আসন্ন দাকোপ উপজেলা পরিষদের নির্বাচনকে সামনে রেখে সোমবার কমিশন ঘোষিত শেষ দিনে প্রতিদ্বন্দি প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেছেন। সকাল ১০ টা থেকে বিকাল ৫টা পর্যন্ত প্রার্থীরা দাকোপ উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও সহকারী রির্টানিং অফিসার সঞ্জিব দাসের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন। উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামীলীগ মনোনীত প্রার্থী দাকোপ উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব শেখ আবুল হোসেন, স্বতন্ত্র প্রার্থী হিসেবে জেলা আ’লীগের সদস্য মুনসুর আলী খান ও উপজেলা ওয়াকার্স পার্টির সাধারণ সম্পাদক গৌরঙ্গ প্রসাদ রায়। পুরুষ ভাইস চেয়ারম্যান পদে আ’লীগ সমর্থিত বর্তমান ভাইস চেয়ারম্যান গৌরপদ বাছাড় একাই মনোনয়নপত্র জমা দিয়েছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি খাদিজা আকতার, স্বতন্ত্র প্রার্থী হিসেবে বর্তমান ভাইস চেয়ারম্যান এ্যাডঃ সুভদ্রা সরকার ও স্বতন্ত্র প্রার্থী সুফলা মন্ডল মনোনয়নপত্র দাখিল করেছেন।