দাকোপ উপজেলা হিন্দু,বৌদ্ধ, খৃষ্টান ঐক্য পরিষদ ও ছাত্রলীগের নিন্দা বিবৃতি প্রদান

প্রকাশঃ ২০২০-০৬-১১ - ২১:২৪

আজগর হোসেন সাব্বির, দাকোপ, খুলনাঃ গত ইংরেজী ৮জুন সোমবার সকাল আনুঃ সাড়ে ১০ টায় দাকোপ উপজেলা চেয়ারম্যান মুনসুর আলী খানের নির্দেশে তার সন্ত্রাসী বাহিনী আফজাল হোসেন খান,সরোয়ার গাজী,আঃ রহিম গাজী,বাবুল আক্তার,সসীম জোয়াদ্দারের নেতৃত্বে ২৫/৩০ জনের সন্ত্রাসী বাহিনী কর্তৃক প্রয়াত বীর মুক্তিযোদ্ধা শিক্ষক দুলাল চন্দ্র বিশ্বাসের বাড়ীতে হামলা,ভাংচুর ও তার বিধুবা স্ত্রী মিনা বিশ্বাসের উপর অতর্কিত হামলার তীব্র নিন্দা,প্রতিবাদ ও দোষীদের দৃষ্টান্ত মুলক শাস্থির দাবী জানিয়ে বিবৃতি দিয়েছেন বাংলাদেশ হিন্দু,বৌদ্ধ,খৃষ্টান ঐক্য পরিষদ দাকোপ উপজেলা শাখার নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন বাংলাদেশ হিন্দু,বৌদ্ধ,খৃষ্টান ঐক্য পরিষদ দাকোপ উপজেলার আহবায়ক বিনয় কৃষ্ণ রায়,যুগ্ম আহবায়ক রঘুনাথ রায়,রনজিত রায়,জয়ন্তী রানী সরদার,সদস্য সচিব পঞ্চানন মন্ডল,সদস্য সনত কুমার বিশ্বাস,মিহির মন্ডল, কমলেশ গোলদার,রর্বাট জীবন্ত নাথ,নিতাই নিতাই বাছাড়,জ্যোতিশংকর রায়, দেবাশিষ ঢালী,নিহার সরকার, অধ্যাপক সুপদ রায়,ক্ষিতিষ চন্দ্র রায়,নিত্যরঞ্জন কবিরাজ,স্বপন সরকার, সুজিত বালা,বঞ্জীব রায়, ননী গোপাল মাঝি,শুশান্ত মন্ডল,অর্ধেন্দু রায়,মোহন লাল সাহা, চয়ন সাহা, অধ্যাপক অশোক সরদার,অরবিন্দু সরদার প্রমুখ।
অনুরূপ বিবৃতি দিয়েছেন দাকোপ উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ।উপজেলা ছাত্রলীগের সভাপতি স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা শিক্ষক দুলাল চন্দ্র বিশ্বাসের পুত্র উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক পল্লব বিশ্বাসের বাড়ীতে হামলা,ভাংচুর ও তার মাতা মিনা বিশ্বাসের উপর অতর্কিত হামলার ঘটনায় অবিলম্বে দোষীদের শান্থির দাবী জানানো হয়েছে। বিবৃতিদাতারা হলেন উপজেলা ছাত্রলীগের সভাপতি ইঞ্জিনিয়ার আজগর হোসেন বাপ্পি,পৌর সভাপতি রাসেল কাজী,সম্পাদক রাহুল রায়,জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক ও উপজেলা ছাত্রলীগনেতা ফয়সাল শরীফ,মিঠুন সাহা, অনিরুদ্ধ সাহা, সুকান্ত মন্ডল, ইউপি ছাত্রলীগের সভাপতি যথাক্রমে জুয়েল রপ্তান,পল্লব রায়, সালমান শেখ,সুমন রায়, সারাফাত হোসেন সবুজ,মিঠুন সরদার,দেবু গাতিদার,সাধারণ সম্পাদক যথাক্রমে পিয়ার মন্ডল,ইমদাদুল মীর্জা,শিমুল হোসেন, রায়হান কবীর, তুষার রায়,পলাশ মিস্ত্রী,আকাশ সাহা,ছাত্রনেতা প্রান্ত রায়,রাজু বাছাড়, অসিত বিশ্বাস, সুজন তরফদার,শিহাব ঢালী,মাসুম হাওলাদার,জামিল শেখ,অমৃত গাইন,ও রাবেয়া ইসলাম উর্মি,নারায়ন মন্ডল,সোয়েব আকতার রাজ প্রমুখ।