দাকোপ প্রতিনিধিঃ দাকোপ প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১ টায় দাকোপ প্রেসক্লাব ভবনে ক্লাবের সভাপতি মোঃ শিপন ভূইয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শেখ মোজাফ্ফার হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তৃতা করেন প্রেসক্লাবের সাবেক সভাপতি শচীন্দ্রনাথ মন্ডল, সাবেক সাধারণ সম্পাদক আজগর হোসেন ছাব্বির, জি এম রেজা, সাবেক আহবায়ক গোবিন্দ বিশ্বাস, সাবেক সিনিয়র সহসভাপতি স্বপন কুমার রায়, ক্লাবের সহসভাপতি কুমারেশ বিশ্বাস, যুগ্ম সম্পাদক শামিম হাসান, কোষাধক্ষ্য মনিরুল ইসলাম, দপ্তর সম্পাদক জি এম আজম, নির্বাহী সদস্য পারুল বেগম, মজনু ফকির, সাংবাদিক বিধান চন্দ্র ঘোষ, দীপক সরদার, জি এম জাকির হোসেন, দীপক রায়, এস এম মামুনুর রশিদ, জাহিদুর রহমান সোহাগ, গাজী সরোয়ার হোসেন, প্রবির রায় বাপ্পি। সভায় সম্প্রতি দাকোপের বিভিন্ন এলাকায় কথিত সাংবাদিক/ সাংবাদিক সংগঠনসহ বিভিন্ন নামে মোবাইলে ভিডিও ধারন অথবা নিজেদের ফেইজবুক আইডিতে সংবাদ পরিবেশনের ভয় দেখিয়ে নানাভাবে অপসাংবাদিকতা শুরু হওয়ায় দাকোপ প্রেসক্লাবের পক্ষ থেকে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। তাদের এ ধরনের অপতৎপরতার কারনে মূল ধারার সাংবাদিকরা প্রশ্নবিদ্ধ হচ্ছে দাবী করে সভায় বলা হয়, দাকোপের উন্নয়নে অবদান রাখা এবং সকল অনিয়ম দূর্ণীতি তুলে ধরতে মূল ধারার সংগঠন হিসাবে দাকোপ প্রেসক্লাব আরো বেশী স্বোচ্ছার ও দায়িত্বশীল ভূমিকা পালন করবে। পাশা পাশি এ ধরনের অপসাংবাদিকতা প্রতিহত করতে দাকোপ প্রশাসন এবং সচেতন নাগরিক সমাজের প্রতি দায়িত্বশীল ভূমিকা রাখতে দাকোপ প্রেসক্লাবের পক্ষ থেকে আহবান জানানো হয়। সভা শেষে দাকোপ প্রেসক্লাবের পক্ষ থেকে দাকোপ থানার নবাগত অফিসার ইনচার্জ উজ্জল কুমার দত্তের সাথে সৌজন্য সাক্ষাত করা হয়। এ সময় তিনি আইনশৃংক্ষলা রক্ষা, মাদক ও বাল্য বিবাহ নির্মূলে দাকোপ প্রেসক্লাবের কাছে আন্তরিক সহযোগীতা কামনা করেন।