দাকোপ হাসপাতালে রোগীদের উপচে পড়া ভীড়

প্রকাশঃ ২০১৯-০৯-২৭ - ১৩:২৫
দাকোপ, খুলনা : খুলনার দাকোপ উপজেলা ৫০ শয়্যা হাসপাতালটিতে গত কয়েকদিন যাবৎ উপচে পড়া ভিড়ের কারনে হাসপাতালটির চলার পথ  লম্বা বারান্দা জুড়ে গাদাগাদি অবস্থায় রোগি রেখে স্বাস্থ্যসেবা দেওয়া হচ্ছে ।দাকোপ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সটি ৫টি উপজেলার মধ্যবর্তী স্থানে অবস্থিত হওয়ায় অধিকাংশ রোগিরা খুলনা না গিয়ে ৫ উপজেলার রোগি এখানে চালনা হাসপাতালে চিকিৎসা নিতে আসে ফলে সারাবছর রোগিদের চাপ থাকে চালনা হাসপাতাল নামে পরিচিত এই হাসপাতালটিতে।রোগির চাপের কারনে ৮/৯ বছর আগে ৩১ থেকে হাসপতালটিকে ৫০ শয্যায় উন্নিত করা হলের রোগী ,ডাকতার সহ জনবলের অভাব রয়েই গেছে।হাসপাতালটি নামে ৫০ হলেও প্রতিদিন এখানে ১০০ থেকে১৩০ জন রোগী ভর্তি থেকে চিকিৎ নেয় যা সকলের  কাছে অবিশ^াস্য বলে মনে হয় ।গত বুধ ও বৃহস্পতিবার ২দিন সরেজমিনে হাসপাতাল ঘুরে দেখা যায় সকল বেড়,কেবিন রোগি ভর্তিও পর ৬/৭টি বারান্দায় বাড়তি আরও কমপক্ষে ৩০ জন রোগি মেঝেতে ঠান্ডায় শুয়ে চিকিৎসা নিচ্ছেন। এই অবস্থায় এলাকাবাসি হাসপালটিকে অচিরেই ১০০ শয্যায় রুপান্তরিত করার দাবি জানিয়েছেন। কথা হয় দীর্ঘকাল চালনা হাসপাতালে চাকরিরত স্বাস্থ্য ওপঃপঃ কর্মকর্তা ডাকতার মোহাম্মাদ মোজাম্মেল হক নিজামীর সাথে তিনি বলেন সেই একই কথা নামে ৫০ হলেও আমরা গড় হিসাবে ৯০ থেকে ১০০ বেশিও রোগি রাখি এ হাসপাতালে খেতেও দেওয়া হয় অনেক বাড়তি রোগিকে,১০০ শয্যা করার জন্য উর্দ্ধতন কর্তাদের কাছে বার বার বলছি লিখছি সকলের চেষ্টা থাকলে অচিরেই ১০০ শয্যা হয়ে যাবে,আমাদের হাসপাতালটির সুনাম তো দেশ জুড়ে রয়েছে এখন এতটুকু কাজ যদি আমরা সকলে মিলে না পারি তাহলে কষ্টের ব্যাপার হবে ।