দানবীর রণদা প্রসাদ সাহা হত্যা মামলার রায় যে কোন দিন

প্রকাশঃ ২০১৯-০৪-২৪ - ১৭:৫৪

ঢাকা অফিস : একাত্তরের মুক্তিযুদ্ধ চলাকালে টাঙ্গাইলের মির্জাগঞ্জে দানবীর রণদা প্রসাদ সাহা হত্যা মমলার রায় যে কোন দিন ঘোষণা করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনালের বিচারপতি শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এ রায় ঘোষণা করবে।

গত বছর ২৮শে মার্চ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ট্রাইব্যুনাল। ২২শে এপ্রিল সূচনা বক্তব্য ও সাক্ষ্যগ্রহণের মাধ্যমে এ মামলার বিচার শুরু হয়। ২১শে এপ্রিল আসামিপক্ষের যুক্তি উপস্থাপনের দিন ধার্য করা হয়েছে।

আসামির বিরুদ্ধে সর্বোচ্চ সাজার আর্জি পেশ করে যুক্তি উপস্থাপন শেষ করে প্রসিকিউশন। আসামির বিরুদ্ধে সর্বোচ্চ সাজার আর্জি জানিয়ে শুনানি করেন প্রসিকিউটর রানা দাস গুপ্ত।

গত বছরের ১১ই ফেব্রুয়ারি ট্রাইব্যুনাল রণদা প্রসাদ সাহা হত্যায় অভিযুক্ত টাঙ্গাইলের মো. মাহবুবুর রহমানের বিরুদ্ধে হত্যা, অপহরণ ও গণহত্যার তিনটি অভিযোগ আমলে নেয়। ২০১৭ সালে ২রা নভেম্বর দানবীর রণদা প্রসাদ সাহা হত্যায় অভিযুক্ত টাঙ্গাইলের মো. মাহবুবুর রহমানের বিরুদ্ধে যুদ্ধাপরাধের তদন্ত প্রতিবেদন প্রকাশ করে তদন্ত সংস্থা।