দিঘলিয়া প্রতিনিধি : দিঘলিয়া উপজেলার দিঘলিয়া ইউনিয়নের ব্রহ্মগাতী গ্রামের, ৪ ইজিবাইক ড্রাইভারকে বেধড়ক মারপিট করে গুরুতর আহত করেছে চিহ্নিত দুর্বৃত্তরা। গত শনিবার দিঘলিয়া নগরঘাট ফেরীঘাটে এ ঘটনা ঘটে।
দিঘলিয়া থানা ও ভুক্তভোগী মহল সূত্রে জানা গেছে, গত শনিবার ব্রহ্মগাতী গ্রামের মৃত ওমর আলী মোড়লের পুত্র হাফিজুর মোড়ল (৪৫), ইবাদ আলী মড়ল (৪২), মহিদুল মোড়ল (৩৮) ও কেরামত আলীর পুত্র ওয়াহিদুজ্জামান ইজিবাইক ড্রাইভার। তারা সবাই ইজিবাইক সহ ভৈরব নদী পার হওয়ার জন্য নগরঘাট ফেরীঘাটে ফেরীতে ওঠার জন্য সিরিয়াল দিয়ে অপেক্ষা করছিল। এ সময় একই উপজেলার দেয়াড়া গ্রামের মৃত হাসানের পুত্র কামরুল ইসলাম, আঃ গফ্ফারের পুত্র আরিফ ও শেখ আবু জাফরের পুত্র রাজিব ইজিবাইক সরানো নিয়ে বাক বিতণ্ডায় লিপ্ত হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে তারা হাতুড়ি ও লাঠিসোটা নিয়ে তাদের ওপর চড়াও হয় এবং বেধড়ক মারপিট করে। কামরুল, আরিফ ও রাজিব গ্যাংদের হামলা ও মারধরে হাফিজুর মোড়ল, ইবাদ আলী মোড়ল, মহিদুল মোড়ল ও ওয়াহিদুজ্জামান গুরুতর আহত হয়। ইবাদ আলী মোড়ল ও হাফিজুর রহমান মোড়লের অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে আহত অবস্থায় উদ্বার করে লোকজন দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। খবর পেয়ে দিঘলিয়া থানা পুলিশ স্বাস্থ্য কমপ্লেক্সে আহতদের খোঁজ জানতে গিয়েছিল বলে ভুক্তভোগীরা দৈনিক জন্মভূমি প্রতিনিধি কে জানান। এ রিপোর্ট লেখা পর্যন্ত দিঘলিয়া থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছিল।
এ ব্যাপারে দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ এইচ এম শাহীন জানান, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।