দিঘলিয়া প্রতিনিধি : খুলনার দিঘলিয়া উপজেলায় ঐতিহ্যবাহী দিঘলিয়া সোমবারওয়াই এম এ ক্লাবের আয়োজনে আলহাজ্ব মোসলেম উদ্দিন বওয়ালী স্মৃতি প্রথম ৩২ দলীয় নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় রাজু স্মৃতি সংসদ, দিঘলিয়া ও শিরোমনি যুব সংঘের মধ্যে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে দিঘলিয়া ওয়াই এম এ ক্লাবের সাবেক কৃতি খেলোয়াড়দের সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান খান নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খান ফজলুর হক, সাবেক ক্রিড়াবিদ, বজলুর রহমান বাওয়ালি, সাবেক ক্রিড়াবিদ সাজ্জাদুর রহমান লিংকন, সদস্য জেলা পরিষদ, আলী বেজা বাচা, উপজেলা ভাইস চেয়ারম্যান, মোঃ ফিরোজ মোল্লা, চেয়ারম্যান দিঘলিয়া ইউনিয়ন পরিষদ, মোঃ আমিরুল ইসলাম, প্রধান শিক্ষক, দিঘলিয়া এম এ মজিদ মাধ্যমিক বিদ্যালয়। আরও উপস্থিত ছিলেন হানেফ সরদার, লিয়াকত মোল্লা, আতিয়ার শেখ, খান শওকাত আলী, মহর শেখ, আনসার আলী, নাসির উদ্দীন বাওয়ালি, হাবিবুর রহমান বিপুল, কে এম আসাদুজ্জামান, জিয়াউর হক সোহাগ সহ প্রমূখ।