দিঘলিয়া প্রতিনিধি : উপজেলার সেনহাটী মাসুদ শেখের বাড়ি থেকে সোমবার রাত সাড়ে ৮ টার দিকে ১০ জুয়াড়িকে গোপন সংবাদের ভিত্তিতে আটক করেছে দিঘলিয়া থানা পুলিশ।
জানাযায়, দিঘলিয়া উপজেলার সেনহাটী গ্রামের জুয়াড়ি মাসুদ শেখের বাড়িতে জুয়ার আসর চলছে দীর্ঘদিন ধরে। সোমবার রাত সাড়ে ৮ টার দিকে থানা পুলিশ সংবাদ পেয়ে এস আই রানা ও এস অই আলঙ্গীরের নেতৃত্বে অভিযান চালিয়ে জুয়াড়ি মাসুদ শেখ সহ ১০ জনকে আটক করে। এ সময় জুয়াড়িদের নিকট থেকে ৫ হাজার টাকা ও জুয়া খেলার সামগ্রী উদ্ধার করে। জুয়াড়িরা হলো মাসুদ শেখ (৫০), আলামিন (২৫), শাহাজান (৫০), খালেক (৫৫), কবির (৫০), ইবাদ আলী (৫০), মিলন (৩২), রাজ (৩৬), আলঙ্গীর (২২), ইয়ার আলী (৬০), কে আটক করে। দিঘলিয়া থানায় অফিসার ইনচার্জ আহসান উল্লাহ চৌধুরী বলেন, মাদক ও জুয়ার বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। এদের কোন প্রকার ছাড় দেয়া হবে না।