আন্তর্জাতিক ডেস্ক : দিল্লিজুড়ে ঘন কুয়াশা সদৃশ দূষিত ধোঁয়া ছড়িয়ে পড়ায় সেখানে স্বাস্থ্য সতর্কতা জারি করে মঙ্গলবার (৭ নভেম্বর) স্কুল-কলেজ সাময়িক বন্ধ রাখার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। দূষণের কারণে প্রতিবছরই এ সময়ে দিল্লিতে কুয়াশা সদৃশ ধোঁয়ার আবির্ভাব হয়। পরিস্থিতির পরিপ্রেক্ষিতে এক টুইটার বার্তায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেন, ‘প্রতি বছরই এ সময়ে দিল্লি একটা গ্যাস চেম্বারে পরিণত হয়’। তিনি কিছুদিনের জন্য দিল্লির স্কুলগুলো বন্ধ রাখারও নির্দেশ দেন। ভারতের স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে স্বাস্থ্য সতর্কতা জারি করা হয়েছে। ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের প্রধান ক্রিশান কুমার আগারওয়াল বলেন, দূষণের মাত্রা ভীতিকর পর্যায়ে পৌঁছালে আমরা জরুরি অবস্থা ঘোষণা করি। ২০১৪ সালে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন দিল্লিকে বিশ্বের সবচেয়ে দূষিত রাজধানী হিসেবে ঘোষণা করে। বিবৃতিতে বলা হয়, দিল্লির দূষণের অবস্থা বেইজিংয়ের চেয়েও খারাপ।