বিনোদন ডেস্ক : ত্রয়ী ইসলাম। তিনি একজন জনপ্রিয় আরজে ও সংগীতশিল্পী শাওন গানওয়ালার স্ত্রী। পালাকার ও ঢাকা পদাতিক থিয়েটারেও নাট্যকর্মী হিসেবে দীর্ঘ সময় যুক্ত ছিলেন তিনি। তার বাবা আবদুল্লাহ হিরণ শিক্ষকতা পেশায় ছিলেন। ত্রয়ীর বাবা মারা যাবার পর বিভিন্ন কাজ থেকে বিরতি নেন তিনি। তবে, দুই বছর পর সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণার জন্য একটি ওভিসি (অনলাইন ভিডিও কমার্শিয়াল)-তে অভিনয় করেছেন। এ বিষয়ে ত্রয়ী ইসলাম বলেন, আমার সবকাজে সবসময় অনুপ্রেরণা দিয়েছেন শাওন। আমি সবশেষ দুই বছর আগে বন্ধু দিবসের জন্য পলক শাহরিয়ার নির্দেশনায় একটি ওভিসিতে কাজ করেছিলাম।
এরপর অ্যাডকমের সিস্টার কনসার্ন অ্যাক্টিভিশনে ক্লায়েন্ট সার্ভিস এক্সিকিউটিভ হিসেবে চাকরি করেছি।
চাকরি ও বাচ্চা নেয়ার কারণে মাঝে কাজ থেকে একটু দূরে ছিলাম। তবে দুই বছর পর আবারো সম্প্রতি কাজে ফিরলাম। এটিও অনলাইন ভিডিও কমার্শিয়াল। তবে এটি রেডিক্যাল ফার্মাসিটিক্যালের জন্য। এটি পরিচালনা করছেন শাহরিয়ার শাওন। পয়লা বৈশাখে সবাই উৎসবে যোগ দিলেও ডাক্তারদের নিয়মিত ডিউটিতে থাকতে হয়। তাদের এ দায়িত্বটির জন্য অনেককিছু স্যাক্রিফাইস করতে হয়। মূলত এ বিষয়গুলো এই ওভিসিতে ছোটগল্প আকারে দর্শকরা দেখতে পাবেন। উত্তরায় এ কাজটির শুটিং চলছে। এদিকে, ত্রয়ী ইসলাম বর্তমানে নিয়মিত ধ্রুব মিউজিক স্টেশনের নতুন অ্যালবাম লঞ্চিং অনুষ্ঠানগুলোর উপস্থাপনা করছেন।