‘দুই মাসের মধ্যে সড়কে শৃঙ্খলা ফেরানো হবে’

প্রকাশঃ ২০১৯-০৩-২৩ - ২১:৩৪

ঢাকা অফিস : দুই মাসের মধ্যে রাজধানীর গণপরিবহনে শৃঙ্খলা ফেরানোর ঘোষণা দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া। রবিবার থেকে পথচারিদের জেব্রা ক্রসিং ব্যবহারে বাধ্য করার উদ্যোগ নেয়া হবে বলেও জানান তিনি। সকালে, রাজধানীর যাত্রাবাড়ির মাতুয়াইলে শামসুল হক স্কুল অ্যান্ড কলেজে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী সমাবেশে তিনি এসব কথা জানান।

ডিএমপি কমিশনার বলেন, সব সংস্থার সঙ্গে সমন্বয় করে কাজ শুরু করেছে পুলিশ। বেপরোয়া বাস চালালে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলেও সতর্ক করেন, তিনি।

আছাদুজ্জামান মিয়া আরও বলেন, ‘যদি কোনও গাড়ি প্রতিযোগিতা করে, রাস্তার মাঝখানে দাঁড়িয়ে কৃত্রিম যানজটের সৃষ্টি করে, স্টপ লাইন বরাবর না দাঁড়ায়, জেব্রা ক্রসিং-এ না দাঁড়ায়, ফিটনেস বিহীন গাড়ি চালায়, লাইসেন্স ছাড়া গাড়ি চালায় তাদের বিরুদ্ধে কঠোর আইনের ব্যবস্থা গ্রহণ করবো।’