মোংলা (বাগেরহাট) প্রতিনিধি : করোনার প্রার্দুভাবের কারণে সদ্য বিদায়ী অর্থ বছরে লাভের মুখ দেখেনি মোংলা কাস্টমস হাউস। করোনাকালীর সময়ে মুলত চীন নির্ভর আমদানী ও রপ্তানী কমেছে মোংলা বন্দরে। এছাড়া এ বন্দর দিয়ে আমদানীকৃত রিকন্ডিশন গাড়ী থেকে রাজস্ব আয়ের অন্যতম খাত কাস্টমসের। গাড়ী বিক্রি কমে যাওয়ায় নতুন করে গাড়ী আমদানীও খুব বেশি হয়নি। তাই গাড়ী আমদানীতে ভাটা পড়ায় এই খাতে যে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা সেটি অর্জন করা সম্ভব হয়নি মোংলা কাস্টমস হাউসের। মোংলা কাস্টমস হাউস কর্র্তৃপক্ষ জানান, সদ্য বিদায়ী ২০২০ইং-২০২১ইং অর্থ বছরে মোংলা কাস্টমস হাউসের রাজস্ব আদায় হয়েছে ৩ হাজার ৯শ ৭৫ কোটি টাকার কিছু বেশি। গত ২০১৯ইং-২০২০ইং অর্থ বছরের তুলনায় গেল বিদায়ী অর্থ বছরে ৮শ ২৬ কোটি বেশি আয় হলেও লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি। ২০২০ইং-২০২১ইং অর্থ বছরে লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৫ হাজার ১শ ৭৫ কোটি টাকা। কিন্তু করোনা প্রার্দুভাবে সেই লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি। তিনি আরো জানান, মোংলা বন্দর দিয়ে আমদানী-রপ্তানীযোগ্য বাল্ক কার্গো, ক্লিংকার (সিমেন্টের কাঁচামাল), এলপিজ (তরল গ্যাস) ও রিকন্ডিশন গাড়ি এবং কন্টেইনারজাত পণ্যের উপর নির্ভর করে কাস্টমসের আয়ের হার। কিন্তু ২০২০ইং-২০২১ইং করোনার অর্থ বছরে তুলনামূলকভাবে ১৪ হাজার ৪৭৪ টি গাড়ী আমদানী কম হওয়াতে কাস্টমসের রাজস্ব আদায় কম হয়েছে।
মোংলা কাস্টমস হাউসের কমিশনার মোহাম্মদ হোসেন আহমেদ বলেন, ২০২০ই-২০২১ইং অর্থ বছরে ৫ হাজার ১শ ৭৫ কোটি টাকার লক্ষ্যমাত্রার বিপরীতে রাজস্ব আদায় হয়েছ ৩ হাজার ৯শ ৭৫ কোটি টাকা। এর আগে করোনা শুরুর বছর ২০১৯ইং-২০২০ইং অর্থ বছরে লক্ষ্যমাত্রার ৪ হাজার ৬শ ৯২ কোটি টাকার বিপরীতে রাজস্ব আদায় হয়ছিল ৩ হাজার ১শ ৪৯ কোটি ৪৬ লাখ টাকা। অর্থাৎ সে সময়েও রাজস্ব লক্ষ্য পূরণ হয়নি। মুলত চলমান করোনার দুই বছর ধরেই রাজস্ব আয় কম হয়েছে।