ফুলতলা (খুলনা) প্রতিনিধি// ভূমি মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি বলেছেন, সরকারের ব্যাপক উন্নয়ন দুর্নীতির কারণে চাপা পড়ে যাচ্ছে। সে কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্নীতির বিরুদ্ধে শুদ্ধি অভিযান শুরু করেছেন। ইতোমধ্যে সিভিল প্রশাসনের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সম্পদের তদন্ত শুরু হয়েছে। আবার পুলিশ প্রশাসন, রাজনীতিবিদ ও ব্যাবসায়ীদের মধ্যে যারা অবৈধভাবে সম্পদ অর্জন করেছে তাদেরকেও আইনের আওতায় আনা হবে। এ আসনের মধ্যে ডুমুরিয়া সন্ত্রাসমুক্ত হলেও ফুলতলাতে সন্ত্রাসী কর্মকান্ড রয়েছে। অবিলম্বে সন্ত্রাসী, ভাড়াটিয়া খুনি ও তাদের গডফাদার এবং মাদক কারবারীদের বিরুদ্ধে কঠোর ব্যাবস্থা নেয়া হবে।
শনিবার বেলা ১১টায় ফুলতলা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে এবং স্থানীয় দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত নেতা কর্মী ও এলাকাবাসির সাথে মতবিনিময় কালে তিনি এ কথা বলেন। উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মৃনাল হাজরার পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বিএমএ সালাম, জেলা ধর্ম বিষয়ক সম্পাদক এ্যাড. তারিক হাসান মিন্টু, জেলা সদস্য বিলকিস আক্তার ধারা, সাবেক বীর মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী জাফর উদ্দিন, ইমাম হোসেন মোড়ল, কামরুজ্জামান নান্নু, জামিরা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বিএম শাহাদাৎ হোসেন, সাধারণ সম্পাদক শাহাবাজ মোল্যা, ফুলতলা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোল্যা হেদায়েত হোসেন লিটু, ইউপি চেয়ারম্যান সরদার মনিরুল ইসলাম, আঃ সাত্তার মামুন, যুবলীগ সভাপতি এস কে আলী ইয়াছিন, সাধারণ সম্পাদক শহিদুল্লাহ প্রিন্স, আশরাফুল আলম কচি, এস রবীন বসু, গোলাম সরোয়ার মুন্সী, জাহিদুল বিশ্বাস, মাহাবুব হোসেন, ইদ্রিস আলী, সৈয়দ তুরান, শেখ আসলাম হোসেন, মঈনুল ইসলাম নয়ন, মিরাজুল ইসলাম বাধন প্রমূখ। মন্ত্রী আরও বলেন, সকল ক্ষেত্রে দেশে একটি বিরাট পরিবর্তন হয়েছে। আগামী পাঁচ বছর বাংলাদেশে তাক লাগানো উন্নয়ন হবে। গ্রামীন জনপদে শহরের সুবিধা নিশ্চিত করতে গৃহিত সকল প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। হিংসা-বিদ্বেষ ভূলে দেশের কল্যাণে কাজ করে যেতে হবে। পরে মন্ত্রী ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাসিক ব্যবস্থাপনা কমিটির সভায় যোগদান করেন।