দুষ্টের দমন ও শিষ্ট্রের পালনই ছিল ভগবান শ্রীকৃষ্ণের ব্রতী – মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ

প্রকাশঃ ২০১৮-০৯-০২ - ১৯:৩৮

ফুলতলা প্রতিনিধিঃ মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ বলেছেন, অত্যাচারী ও দুর্জনের বিরুদ্ধে শান্তিপ্রিয় সাধুজনের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে কংসের কারাগারে ভগবান শ্রীকৃষ্ণের জন্ম। দুষ্টের দমন ও শিষ্ট্রের পালনে তিনি ব্রতী ছিলেন। সত্য ও ন্যায় প্রতিষ্ঠার ক্ষেত্রে ভগবানের আসনে অধিষ্ঠিত হন ভগবান শ্রীকৃষ্ণ।
রোববার বেলা ১১টায় খুলনার ফুলতলা মহিলা কলেজে অনুষ্ঠিত পূজা উদযাপন পরিষদ আয়োজিত ভগবান শ্রীকৃষ্ণের জন্মষ্টমী উদযাপন উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা, আলোচনায় সভায় ও প্রসাদ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
সভার উদ্বোধন করেন খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি কৃষ্ণপদ দাস । পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক মৃনাল হাজরার পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন ইউএনও মোঃ জিয়াউর রহমান, ওসি মোঃ মনিরুল ইসলাম, পরিষদের কেন্দ্রীয় সহসভাপতি বিজয় কুমার ঘোষ, পরিষদের খুলনা জেলা সম্পাদক রবীন্দ্রনাথ দত্ত, সহসভাপতি রনজিত কুমার ঘোষ, যুগ্ন সম্পাদক বিমান কুমার সাহা, আবু তাহের রিপন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গৌতম কুন্ডু, অধ্যক্ষ প্রফুল্ল কুমার চক্রবর্তী, প্রনব বসু, অমরেন্দ্রনাথ সরকার, সুশান্ত বৈরাগী, তাপস কুমার বোস, রবিন বসু, প্রধান শিক্ষক তাপস কুমার বিশ্বাস, প্রেমচাঁদ দাস, বিকাশ রায়, রবিন কুন্ডু, রনজিত বোস, বিশ্বনাথ মন্ডল, দীপক মল্লিক, শেখর সুর, বিপ্লব রায়, প্রদ্যুৎ বিশ্বাস, চিত্তরঞ্জন মন্ডল, পবিত্র সাহা, সিতা রানী রায় প্রমুখ। পরে এক মঙ্গল শোভাযাত্রা বের হয়।